shono
Advertisement

‘দেউচা পাচামি কয়লা উত্তোলন প্রকল্পে ১ লক্ষ নিয়োগ হবে’, ফের কর্মসংস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রকল্পের কাজের জন্য অন্যায়ভাবে কারও জমি নেওয়া হবে না বলেই এদিন সাফ জানান মমতা।
Posted: 02:53 PM Dec 28, 2020Updated: 02:53 PM Dec 28, 2020

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাচামি (Deucha Panchami) কয়লা উত্তোলন প্রকল্পে ১ লক্ষ নিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ফলে ১০০ বছর বিদ্যুতের কোনও অভাব হবে না বলেই দাবি তাঁর।

Advertisement

পূর্বসূচি অনুযায়ী সোমবার বোলপুরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা দেড়টা নাগাদ প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। সেখানে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন । এরপরই পাচামি এলাকায় খনন শুরুর কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এই প্রজেক্টের ফলে ১ লক্ষ কর্মসংস্থান হবে। বেকারত্ব সমস্যা মিটবে।” অনেকেই আশঙ্কা ছিল এই প্রকল্পের কারণে যদি তাঁদের জমি হাতছাড়া হয়ে যায়। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত যতটা এলাকা দেখা হয়েছে সেখানে জনবসতি নেই। ওই এলাকায় কারও জমিও নেই। তাই আপাতত কোনও সমস্যা নেই। যদি ভবিষ্যতে সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে চাকরি ও আর্থিক সাহায্যের বিষয়টা দেখা হবে।” এদিন স্পষ্টভাবে তিনি জানান, কোনওভাবেই আলোচনা না করে কারও জমি নেওয়া হবে না।   

থবি: রাজেশ ভক্ত

[আরও পড়ুন:একাধিক দাবিতে রাজ্য সড়ক আটকে বিক্ষোভ আদিবাসী সংগঠনের, ভোগান্তির শিকার স্থানীয়রা]

বীরভূমের দেউ পাচামি কয়লা খনির কাজ নিয়ে টালবাহানা চলছিল বহুদিন ধরে। প্রশাসনের তরফে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা ফলপ্রসূ হয়নি। চলতি বছরে  কেন্দ্রীয় প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করে সবুজ সংকেত দেওয়ার পরও মেটেনি সেই সমস্যা। পরবর্তীতে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহের তৎপরতায় একটা সমাধান সূত্র বের হয়। তিনিই জানিয়েছিলেন চারদফায় কয়লা খনির কাজ হবে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, পাচামিতে প্রায় ২ মিলিয়ন কয়লা রয়েছে। পাচামি খনির প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হতে ৫ থেকে ৬ বছর সময় লাগতে পারে। 

[আরও পড়ুন: নন্দীগ্রামে আপাতত সভা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, আগামী ৭ জানুয়ারির কর্মসূচি বাতিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement