shono
Advertisement
Kharagpur IIT

খড়গপুর আইআইটি ক্যাম্পাসে কুকুরের 'রহস্যমৃত্যু', থানায় অভিযোগের পর হল ময়নাতদন্ত

বিষয়টি জানাজানি হতে ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে।
Published By: Suhrid DasPosted: 11:10 AM Nov 13, 2025Updated: 11:10 AM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসে একটি কুকুরের রহস্যমৃত্যু! আর সেই ঘটনায় হল থানা-পুলিশ। করা হল সেই কুকুরের ময়নাতদন্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে ওই কুকুরের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার। খড়গপুর আইআইটি ক্যাম্পাসেই থাকেন ওই অধ্যাপিকা। তিনি ওই দিন দুপুরে ক্যাম্পাসের একটি কোয়ার্টারের সামনে একটি কুকুরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। তিনি ওই কুকুরটিকে উদ্ধার করে নিজের কোয়ার্টারে নিয়ে সেবা-শুশ্রুষাও করেন। কিন্তু কোনও কিছুই কাজে আসেনি। ওই দিন সন্ধ্যাতেই কুকুরটি মারা যায় বলে খবর। ওই অধ্যাপিকা খড়গপুর প্রাদ্যোগিকি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা। পশুপ্রেমী হিসেবেই তিনি ক্যাম্পাস ও আশপাশে পরিচিত।

তিনি কুকুরটি মৃত্যু স্বাভাবিক নয় বলে অনুমান করেন। ওই রাতেই কুকুরটির মৃত্যুতে হিজলি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে কুকুরটির ময়নাতদন্তের দাবিও জানানো হয়। মৃতদেহ রেখে দেওয়া হয়। বুধবার দুপুরের পর মেদিনীপুর শহরের স্টেট অ্যানিমাল হেলথ সেন্টারে কুকুরটির ময়নাতদন্ত হয়। সেই নমুনা কলকাতার ফরেনসিক ল্যাবে নমুনা পাঠানো হবে। সেই রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আপাতত কুকুরের মৃত্যুতে থানায় একটি জেনারেল ডায়েরি করা হয়েছে।

ওই অধ্যাপিকার অভিযোগ, গত দুই বছরে ওই একই জায়গায় আটটি কুকুর ও দুটি বিড়ালের মৃত্যু হয়েছে। সে কারণেই এই কুকুরটির মৃত্যুর ঘটনায় সন্দেহ বেশি বেড়েছে। সেজন্যই পুলিশে অভিযোগ ও ময়নাতদন্ত। বিষয়টি জানাজানি হতে ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্যাম্পাসে একটি কুকুরের রহস্যমৃত্যু!
  • আর সেই ঘটনায় হল থানা-পুলিশ।
  • করা হল সেই কুকুরের ময়নাতদন্ত।
Advertisement