অর্ণব দাস, বারাসত: স্ত্রীর সঙ্গে অশান্তি দীর্ঘদিনের। কোনও মতেই সংসার করতে রাজি নন বধূ। যার পরিণতি হল ভয়ংকর। রাগে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে থানায় আত্মসমপর্ণ করলেন স্বামী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Duttapukur)। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম উত্তম হালদার। পেশায় রাজমিস্ত্রী উত্তমের সঙ্গে বছর সাতেক আগে একই এলাকার বাসিন্দা সঙ্গীতার বিয়ে হয়। দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি চলছিল বলে খবর। কয়েকমাস আগে সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান সঙ্গীতা। তারপর থেকে বহুবার তাঁকে ফেরানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। সঙ্গীতা উত্তমের সঙ্গে সংসার করতে রাজি হয়নি বলেই জানা যাচ্ছে। তাতেই স্ত্রীর উপর বেজায় চটেন উত্তর। মঙ্গলবার সকালে আনুমানিক আটটা নাগাদ সঙ্গীতা কাজে যাচ্ছিলেন। তখনই ধারালো অস্ত্র নিয়ে বধূর উপর চড়াও হন যুবক। এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে। এরপর থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান উত্তম।
আক্রান্তের আত্মীয় পার্বতী দাস বলেন, "উত্তম আগেই ঝোপে লুকিয়ে ছিল। সঙ্গীতা কাজে যাওয়ার সময় তখন ঝোপ থেকে দা নিয়ে বেরিয়ে হামলা করে। মাথায়, নাকে, হাতে এলোপাথাড়ি কোপ দেয়। ওর নাক কেটে গিয়েছে।" খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অভিজিৎ সাহা জানিয়েছেন, "আক্রান্তের অস্ত্রোপচার হয়েছে। এখনও বিপদ কাটেনি। রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।" আক্রান্তের বাবা বাসুদেব মণ্ডল থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে। আর কেউ ঘটনায় জড়িত কি না তা খতিয়ে করে দেখা হচ্ছে।
