মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: চোখের চিকিৎসা করে বাড়ি ফেরার পথে অঘটন। রেললাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ দম্পতির। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হাওড়ার বাগনান এক নম্বর ব্লকের খালোড় গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকা।
মৃত বছর পঁচাশির কাশীনাথ মাইতি। বছর সত্তরের কাঞ্চন মাইতি। তাঁরা হাওড়ার বাগনান থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। বাগনানের মুরালিবাড়ের স্থানীয় একটি আশ্রমে বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির বসেছিল। সেই শিবিরে চোখের চিকিৎসার করাতে ওই দম্পতি মুরালিবাড়ে যান। মুরালিবাড় থেকে রামচন্দ্রপুরের দূরত্ব এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে। রেললাইন পেরিয়ে চোখের চিকিৎসার পর তাঁরা বাড়ি ফিরছিলেন। রেললাইন পেরনোর সময় হাওড়াগামী ডাউন পাঁশকুড়া লোকাল ট্রেন বাগনানের মহাদেবপুরের কাছে এসে পড়ে। তবে ওই দম্পতি লাইন পেরতে পারেননি। ট্রেন এসে পড়ার ফলে তাঁরা ট্রেনের তলায় পড়ে যান। খবর পেয়ে বাগনানের রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দম্পতির মৃত্যুতে রামচন্দ্রপুর এলাকায় নেমেছে শোকের ছায়া। খালোড় গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ভাস্কর গুছাইত বলেন, "ওই দম্পতি বিনামূল্যে চোখের চিকিৎসা করতে মুরালিবাড়ে গিয়েছিলেন। রামচন্দ্রপুর থেকে হেঁটে মুরালিবাড়ে যাওয়া যায়। তবে রেললাইন পেরিয়ে গেলে রাস্তা অনেকটাই কমে যায়। রেললাইনের সেই সহজ রাস্তা ধরে দম্পতি ফিরছিলেন। সেই সময় অঘটন।"