shono
Advertisement

Breaking News

Purba Medinipur

ছুটি না পেয়ে পঞ্চায়েত অফিসেই কাকার শ্রাদ্ধানুষ্ঠান কর্মীর! বির্তক পূর্ব মেদিনীপুরে

তবে ওই কর্মীর দাবি নসাৎ করেছেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
Published By: Subhankar PatraPosted: 09:45 PM Feb 08, 2025Updated: 09:45 PM Feb 08, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পঞ্চায়েত অফিসেই কাকার শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করে বির্তকে পঞ্চায়েত কর্মী। ওই কর্মীর দাবি, তিনি ছুটে চেয়ে বিডিওর কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে ছুটি দেওয়া হয়নি। তবে ওই কর্মীর দাবি নসাৎ করেছেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ব্লকের বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতে।

Advertisement

বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিন্ময় শিট। সম্প্রতি, তাঁর কাকা মারা যান। এদিন শ্রাদ্ধাঅনুষ্ঠান ছিল। পঞ্চায়েত দপ্তরেই পুরোহিত ডেকে কাকার শ্রাদ্ধানুষ্ঠান করেন তিনি। এব্যাপারে তাঁকে সহযোগিতা করেছেন পঞ্চায়েতের অন্য কর্মীরাও বলে তাঁর দাবি।

তবে কেন তিনি পঞ্চায়েত অফিসে এই কাজ করলেন? চিন্ময়বাবুর দাবি, কাকার শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য নিয়ম মেনে বিডিওর কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেননি বিডিও পূজা দেবনাথ। যার ফলে পঞ্চায়েত দপ্তরেই পুরোহিত ডেকে কাকার শ্রাদ্ধানুষ্ঠান করতে হয়েছে তাঁকে।

তাঁর দাবি উড়িয়ে বিডিও পূজা দেবনাথ জানিয়েছেন, ঘটনার দিন রামনগর ১ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের ৫ জন কর্মীকে তিনি ছুটি দিয়েছেন। তাহলে চিম্নয়বাবুকে দেবেন না কেন? আসলে ওই কর্মচারী ছুটির কোনও আবেদনই করেননি। রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, "সরকারি অফিসে ছুটি পাওয়ার নিয়ম রয়েছে। আবেদন করতে হয়। তিনি বিডিওর কাছে কোনও আবেদন করেননি। আবেদন না করলে কীভাবে ছুটি পাওয়া যাবে?" চিন্ময়বাবুকে চ্যালেঞ্জ করে তিনি জানিয়েছেন, উনি যে লিখিতভাবে ছুটির আবেদন করেছিলেন সেটা আগে প্রমাণ করুন। উনি সরকারি কর্মী হয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। একজন কর্মী পঞ্চায়েত অফিসে কীভাবে শ্রাদ্ধের আয়োজন করতে পারেন তা নিয়েও উঠছে প্রশ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিডিও অফিসেই কাকার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে বির্তকে পঞ্চায়েত কর্মী।
  • ওই কর্মীর দাবি, তিনি ছুটে চেয়ে বিডিওর কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে ছুটি দেওয়া হয়নি।
  • বে ওই কর্মীর দাবি নসাৎ করেছেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
Advertisement