shono
Advertisement

Breaking News

Nadia

জালনোট পাচারের অভিযোগ! নদিয়ায় পুলিশের জালে বিজেপি নেতা

ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 09:59 PM Dec 07, 2025Updated: 09:59 PM Dec 07, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: জালনোট পাচারের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা। ধৃত ব্যক্তির নাম দেবব্রত বিশ্বাস। ধৃতের কাছ থেকে একাধিক ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতের কাছে কীভাবে এতগুলি জাল নোট এল তা খতিয়ে দেখছে পুলিশ। শুধু তাই নয়, জাল নোট পাচারের সঙ্গে ধৃত দেবব্রত যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ রবিবার ধৃত বিজেপি নেতাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নদিয়ার ভীমপুর থানা এলাকার বাজারগুলিতে গত কয়েকদিন ধরে একাধিক জাল নোট উদ্ধার হচ্ছিল। বিভিন্ন মাধ্যম থেকে সেই নোট মানুষের হাতে উঠছিল। এই সংক্রান্ত একাধিক অভিযোগ পুলিশের কাছে আসতেই নড়েচড়ে বসেন জেলা পুলিশ আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বিশেষ অভিযান চালায় ভীমপুর থানার পুলিশ। সেই সময় হাতেনাতে দেবব্রত বিশ্বাসকে হাতেনাতে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একাধিক ৫০০ টাকার জাল নোট। পুলিশের দাবি, উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই জাল। কিন্তু কীভাবে দেবব্রত বিশ্বাসের কাছে এল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত দেবব্রত ভীমপুরের মণ্ডল সভাপতি। ফলে জাল নোট-সহ বিজেপি নেতার গ্রেপ্তারের ঘটনায় জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধৃত দেবব্রত বিশ্বাস কোনও পদে নেই। তবে এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জালনোট পাচারের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা।
  • ধৃত ব্যক্তির নাম দেবব্রত বিশ্বাস।
  • ধৃতের কাছ থেকে একাধিক ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে।
Advertisement