shono
Advertisement

Breaking News

Canning

চাষের কাজে গিয়ে সাপের কামড়, ওঝার কেরামতিতে সময় নষ্ট, ক্যানিংয়ে প্রাণ গেল কৃষকের

দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 07:52 PM Nov 08, 2025Updated: 08:30 PM Nov 08, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ওঝার কেরামতিতে প্রাণ গেল কৃষকের। দীর্ঘক্ষণ 'ভণ্ডামী'র পর হাল ছেড়ে দেন ওঝা। নষ্ট করেন মূল্যবান সময়। তারপর কৃষককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর প্রাণ বাঁচানো যায়নি। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।

Advertisement

মৃত কৃষকের নাম দীপঙ্কর দাস (৩০)। তিনি কুলতলির দেউলবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ধানখেতে কাজ করছিলেন দীপঙ্কর। তখনই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি কেউটে সাপ তাঁকে কামড় দেয়। কামড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন দীপঙ্কর। খবর দেওয়া হয় পরিবারে। তাঁরা যুবককে হাসপাতালে না গিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। দীর্ঘক্ষণ কেরামতি দেখান ওঝা। তারপর কিছু করতে না পেরে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন ওঝা।

পরিবারের সদস্যরা তড়িঘড়ি স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যায় দীপঙ্করকে। সেখানে আক্রান্তকে এভিএস দেওয়া হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওঝার কেরামতিতে প্রাণ গেল কৃষকের। দীর্ঘক্ষণ 'ভণ্ডামী'র পর হাল ছেড়ে দেন ওঝা। নষ্ট করেন মূল্যবান সময়।
  • তারপর কৃষককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর প্রাণ বাঁচানো যায়নি।
  • শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
Advertisement