shono
Advertisement

Breaking News

Tajpur

দিঘার তাজপুর সৈকতে ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে কেয়া বন, অভিযুক্ত পিকনিক পার্টি

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল।
Published By: Kousik SinhaPosted: 09:29 PM Dec 07, 2025Updated: 09:29 PM Dec 07, 2025

রঞ্জন মহাপাত্র কাঁথি: তাজপুর সমুদ্র সৈকতের পাড়ে কেয়ার জঙ্গলে বিধ্বংসী আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হয়। কিন্তু প্রবল হাওয়া এবং শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। তবে কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, আজ রবিবার ছুটির দিন হওয়ায় বহু মানুষ পিকনিক করতে এসেছিলেন। কোনোভাবেই সেখান থেকেই এই আগুন জঙ্গলে ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের অন্যতম পর্যটনস্থল তাজপুর। দিঘা, মন্দারমনির পাশাপাশি এখন বহু মানুষ তাজপুরে বেড়াতে যান। বিস্তৃত সমুদ্র অন্যদিকে ঝাউবন, বারবার নজর কাড়ে পর্যটকদের। এর মধ্যেই আজ রবিবার, ছুটির দিন হওয়ায় সকাল থেকে তাজপুরে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

জঙ্গলের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। (নিজস্ব ছবি)

এর মধ্যেই এদিন সন্ধ্যায় হঠাৎ করে স্থানীয় কেয়ার জঙ্গলে আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ আকার নেয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। খবর পেয়েই ছুটে যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। তবে আগুনে কেয়ার জঙ্গলের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাজপুর সমুদ্র সৈকতের পাড়ে কেয়ার জঙ্গলে বিধ্বংসী আগুন।
  • খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন।
  • যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হয়।
Advertisement