shono
Advertisement
Darjeeling

দার্জিলিংয়ের চৌরাস্তায় দাউদাউ আগুনে ভস্মীভূত কাপড়ের গুদাম, হিমশিম দশা দমকলের

দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই গোটা গুদাম।
Published By: Sucheta SenguptaPosted: 05:02 PM Jan 23, 2025Updated: 05:33 PM Jan 23, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল কাপড়ের গুদাম। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিংয়ের চৌরাস্তার মতো জমজমাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল। দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই গোটা গুদাম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কার্যত হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পর্যটক মহলেও আতঙ্ক ছড়ায়।

Advertisement

দার্জিলিংয়ের চৌরাস্তায় কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। নিজস্ব ছবি।

দার্জিলিংয়ের চৌরাস্তা শহরের অন্যতম প্রাণকেন্দ্র। বাজার, হোটেল থেকে শুরু করে গাড়ির স্ট্যান্ড সবই রয়েছে এখানে। সবসময়ই এখানে ভিড় থাকে। ছুটির দিনে সেই জমজমাট এলাকার নেহরু রোডে আচমকা দাউদাউ আগুন। সময় তখন দুপুর সাড়ে ১২টা। একটি কাপড়ের গুদাম ছিল চৌরাস্তায়। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর শুনে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের যথেষ্ট হিমশিম খেতে হয়।

কুয়াশাঘেরা পাহাড়ি পরিবেশে এমনিতেই দার্জিলিংয়ে পর্যটকদের ভিড় থাকে। বৃহস্পতিবার দুপুরে ম্যালে বসে থাকা পর্যটকদের নজরে আসে তীব্র ধোঁয়া। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপর দেখা যায়, আগুনের উৎস চৌরাস্তার একটি কাপড়ের গুদাম। সূত্রের খবর, সেই গুদামে থাকা সমস্ত জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে গুদাম কর্তৃপক্ষ। তবে এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আতঙ্কে সেখানকার ব্যবসায়ীরাও। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেখানে কয়েকটি নামী সংস্থার দোকান রয়েছে। দুপুরে সেসব দোকান বন্ধ থাকায় কোনও ক্ষতি হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দার্জিলিংয়ের চৌরাস্তায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন।
  • পুড়ে ছাই গুদাম, ব্যাপক ক্ষয়ক্ষতি।
Advertisement