shono
Advertisement
Hooghly

বিজেপিকে রুখতে তৃণমূলের সঙ্গী বাম-কংগ্রেস, শ্রমিক সংগঠনের ভোটেও ইন্ডিয়া জোট!

বিজেপি সংগঠনের দাবি বাকি সংগঠনগুলি জোট বেঁধে তাঁদের  বিরুদ্ধে নেমেছিল।
Published By: Subhankar PatraPosted: 11:46 AM Sep 29, 2024Updated: 12:23 PM Sep 29, 2024

সুমন করাতি, হুগলি: সাত বছর পরে শ্রমিক প্রতিনিধি ভোট হল হুগলির রেয়ন কারখানায়। এই কোঅপারেটিভ ভোটের ফলাফল ৬-৬। তৃণমূল-বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠন ৬টি আসন পেয়েছে। বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসও ছটি আসনে জয়ী। বিজেপি সংগঠনের দাবি বাকি সংগঠনগুলি জোট বেঁধে তাঁদের  বিরুদ্ধে নেমেছিল। তার পরেও এই ফলাফল, তাঁদের নৈতিক জয়।

Advertisement

শনিবার কো-অপারেটিভ সোসাইটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে ১২টি আসনের মধ্যে সংরক্ষিত ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুই মহিলা প্রতিনিধি আগে থেকেই জিতে ছিলেন। বাকি ১০ টি আসনের লড়াই হয়।

ভোটার ছিলেন ৯৫৮ জন। ভোট দেন ৭৮৬ জন। ফল ঘোষণার পর দেখা যায় বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস ছটি আসনে জয়ী হয়েছে। সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি, সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি এবং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সম্মিলিতভাবে চারটি আসনে জয়ী হয়। আগে দুটি আসন জিতে থাকার সুবাদে তারা পায় ছটি আসন। ফলাফল দাঁড়ায় ৬-৬। এতে বিজেপি মনে করছে তাদের নৈতিক জয় হয়েছে।

বিএমএসের ভাইস প্রেসিডেন্ট নারায়ণ মুখোপাধ্যায় বলেন, "এখানে দীর্ঘদিন ভোট হয়নি। ২০১৭ সালে ভোট হতে দেয়নি তৃণমূল। এর পর ২০২২ ভোট হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে তা হয়নি। ২০২৪-এ আমরা ভোটটা হল। আমরা ১০ জন প্রার্থী দাঁড় করিয়েছিলাম, ৬টায় জিতেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাত বছর পরে শ্রমিক প্রতিনিধি ভোট হল হুগলির রেয়ন কারখানায়।
  • এই কোঅপারেটিভ ভোটের ফলাফল ৬-৬।
  • তৃণমূল-বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠন ৬টি আসন পেয়েছে। বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসও ছটি আসনে জয়ী।
Advertisement