shono
Advertisement
Hooghly

নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়, এবার 'SIR আতঙ্কে আত্মঘাতী' শেওড়াফুলির যৌনকর্মী

বিজেপির দাবি, মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি।
Published By: Tiyasha SarkarPosted: 12:19 PM Nov 07, 2025Updated: 12:19 PM Nov 07, 2025

সুমন করাতি, হুগলি: SIR আতঙ্কে ফের রাজ্যে আত্মহত্যার অভিযোগ। শুক্রবার সকালে হুগলির শেওড়াফুলিতে উদ্ধার হল যৌনকর্মীর ঝুলন্ত দেহ। শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না মৃতার। সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি। অভিযোগ, দেশছাড়া হওয়ার ভয়েই এই চরম সিদ্ধান্ত। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম বিতি দাস। বয়স ৪৯ বছর। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লির বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও স্থানীয় কাউন্সিলর। অরিন্দম গুঁইনের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না বিতির। ফলে দেশছাড়া হওয়ার ভয়ে কাঁটা হয়েছিলেন তিনি। সেই কারণেই নাকি এই সিদ্ধান্ত।

যদিও ওই যৌনপল্লির এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার রাতে স্বামীর ঝগড়া হয়েছিল বিতির। তারপর ছেলেকে নিয়ে তাঁর স্বামী চলে যান। সকালে দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ। পরে উদ্ধার হয় দেহ। বিজেপির নেতা হরি মিশ্র বলেন, পারিবারিক অশান্তিতে মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, পারিবারিক অশান্তিতে মৃত্যুর সঙ্গেও এসআইআরকে জুড়ে দিচ্ছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR আতঙ্কে ফের রাজ্যে আত্মহত্যার অভিযোগ। শুক্রবার সকালে হুগলির শেওড়াফুলিতে উদ্ধার হল যৌনকর্মীর ঝুলন্ত দেহ।
  • শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল না মৃতার। সেই কারণেই আতঙ্কে ভুগছিলেন তিনি।
  • অভিযোগ, দেশছাড়া হওয়ার ভয়েই এই চরম সিদ্ধান্ত। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ।
Advertisement