shono
Advertisement
John C Martin Centre for Liver Research and Innovations

লিভারের গবেষণায় বিপ্লব, সোনারপুরে শুরু জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশনস-এর পথচলা

পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মানুষ উপকৃত হবেন বলেই দাবি চিকিৎসক অভিজিৎ চৌধুরীর।
Published By: Sayani SenPosted: 11:55 PM Dec 11, 2024Updated: 11:57 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত চিকিৎসা ক্ষেত্রে নয়া নয়া আবিষ্কার চলছে। ক্রমশ আরও আধুনিক হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আর সেই উন্নতির জন্য প্রয়োজন আরও বেশি গবেষণার। সেকথা মাথায় রেখে সোনারপুরে পথচলা শুরু হল জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশনস-এর নতুন শাখার।

Advertisement

আমেরিকায় বসবাসকারী জন সি মার্টিনের আর্থিক সাহায্যে তৈরি হয়েছে এই গবেষণা কেন্দ্রটি। বুধবার সোনারপুরে এই গবেষণা কেন্দ্রের উদ্বোধনে বহু জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিলেন। এই গবেষণা কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন আইএএস মলয় কুমার দে, অধ্যাপক সৌভিক ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত আচার্য, অধ্যাপক যোগেশ চাওলা, অধ্যাপক অভিজিৎ চৌধুরী, অধ্যাপক অমল সাঁতরা, ডাঃ পার্থসারথী মুখোপাধ্যায়, ডাঃ অশোকানন্দ কোনার।

উদ্বোধনী অনুষ্ঠানে বহু জ্ঞানী গুণী মানুষের সমাবেশ

জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশনস-এর উদ্বোধনী অনুষ্ঠান

এছাড়া সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ডের সদস্য হিসাবে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতীম মজুমদার, অধ্যাপক অমল সাঁতরা, অধ্যাপক প্রমোদ গর্গ, অধ্যাপক সুশান্ত রায়চৌধুরী, অধ্যাপক বিনীত আহুজা, অধ্যাপক নিত্য গোগটে, অধ্যাপক শ্যাম কোট্টিলিল, অধ্যাপক হার্ষাদ দেভারভাভি, ডাঃ পার্থসারথী মুখোপাধ্যায় এবং অধ্যাপক অভিজিৎ চৌধুরী। মূলত মানুষের যকৃতের নানা রকমের সমস্যা নিয়ে গবেষণা করবে এই সংস্থাটি। আর গবেষণার মাধ্যমে সমস্যা সমাধানের দিশা পাওয়া যাবে বলেই আশা চিকিৎসকদের। এই সংস্থার মাধ্যমে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মানুষ উপকৃত হবেন বলেই দাবি অধ্যাপক তথা চিকিৎসক অভিজিৎ চৌধুরীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনারপুরে পথচলা শুরু হল জন সি মার্টিন সেন্টার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশনস-এর নতুন শাখার।
  • লিভারের গবেষণায় বিপ্লব আনতে পারে এই সংস্থাটি।
  • এই সংস্থার মাধ্যমে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মানুষ উপকৃত হবেন বলেই দাবি অধ্যাপক তথা চিকিৎসক অভিজিৎ চৌধুরীর।
Advertisement