shono
Advertisement
Kanchanjunga Express Accident

উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু কলকাতার বাসিন্দার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত বেড়ে ১০

বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
Published By: Tiyasha SarkarPosted: 10:20 AM Jun 18, 2024Updated: 12:32 PM Jun 18, 2024

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়(Kanchanjunga Express Accident) মৃত আরও ১। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।

Advertisement

সোমবার সকাল ৮ টা বেজে ৪৫ মিনিট। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মালগাড়ির। দেশলাইয়ের বাক্সের মতো উলটে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি কামরা উঠে গিয়েছিল মালগাড়ির উপর। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে চলে লাইন পরিষ্কারের কাজ। সোমবার দুপুরের মধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাতে তা বেড়ে হয় ৯। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল-সহ কয়েকটি হাসপাতাল মিলিয়ে ৪৩ জন চিকিৎসাধীন।

[আরও পড়ুন: বইয়ে পালা করে ব্যবহৃত হবে ‘ভারত’ ও ‘ইন্ডিয়া’, শব্দ ব্যবহারে বিতর্ক নিয়ে দাবি NCERT-এর]

রাতেই উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হল আরও একজনের। জানা গিয়েছে, মৃতের নাম বিজয়কুমার রায়। তাঁর বয়স আনুমানিক ৪৩ বছর। উত্তরবঙ্গ মেডিক্যালের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কলকাতার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। তবে তাঁর পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। সেই চেষ্টাই চলছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

[আরও পড়ুন: ওয়ানড়ের সাংসদ পদে ইস্তফা রাহুলের, দাক্ষিণাত্য থেকে রাজনীতিতে প্রবেশ প্রিয়াঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আরও ১।
  • সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির।
  • ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।
Advertisement