রঞ্জন মহাপাত্র, কাঁথি: পঞ্চায়েত ভোটে তৃণমূলের নজরে মহিলা ভোটব্যাংক। বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ির মহিলা ভোট ঘাসফুল শিবিরে আনার টোটকা দিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার সকালে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাসভবন থেকে কয়েক মিটার দূরে চা চক্রে আয়োজন করেছিলেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। স্থানীয় নেতা-নেত্রীদের নিয়ে সারলেন রণকৌশল তৈরির প্রস্তুতি।
শনিবার রাতে রামনগরে সভা সেরে কাঁথি (Contai) ফিরে আসেন কুণাল। সন্ধেবেলা ফুচকা খেয়ে, হেঁটে এলাকা ঘুরে জনসংযোগ সারেন তিনি। রবিবার ভোর হতেই জনসংযোগের উদ্দেশে ফের বেরিয়ে পড়েন তিনি। ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে ক্যানেলপাড়ে চা চক্র বসান তিনি। কুণাল ঘোষের কথায়, “এটা কোনও জনসভা নয়। ঘরোয়া আলাপ আলোচনা। স্থানীয়দের সঙ্গে জনসংযোগ।”
[আরও পড়ুন: আজও কুড়ি বছর আগের আতঙ্ক তাড়া করে গুজরাট দাঙ্গায় ‘অত্যাচারিত মুখ’ কুতুবউদ্দিনকে!]
আগামী নির্বাচনে তৃণমূলের (TMC) ফলাফল আরও ভাল করতে, সংগঠন মজবুত করতেও এই জনসংযোগের টোটকাই দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, বড় বড় সভা নয়, সংবাদমাধ্যমে প্রচার নয়। জোর দিতে হবে জনসংযোগে। তৃণমূলের টার্গেট যে মহিলা ভোট, তাও এদিন ফের একবার স্পষ্ট করে দেন তিনি। বলেন, যে সকল মহিলারা তৃণমূলকে ভোট দেয়নি বলে মনে করছেন তাঁদের উপর রাগ অভিমান নয়। বরং তাঁদের বাড়ি-বাড়ি ছোট ছোট টিম করে যান। তাঁদের বোঝান। এই কর্মসূচিতে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেন। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরুর দিন প্রয়োজনে তৃণমূলের রাজ্য নেতৃত্বের মহিলা নেত্রী যোগ দেবেন। কুণাল ঘোষের সহাস্য টিপ্পনী, “প্রয়োজনে কর্মসূচিটি সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী-কে দিয়ে প্রথমে শুরু করুন। তাঁর বাড়িতে যান সাংসদের স্ত্রীকে বোঝানো দিয়ে শুরু করুন। অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।”
আগামী ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রস্তুতি হিসেবে এদিন দু’টি সভা করার কথা রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। চা চক্র শেষ করেই অভিষেকের সভার মাঠ ঘুরে দেখেন তিনি। ব্যবস্থাপনা নিয়েও দফায় দফায় আলোচনা করেন।
[আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ হাতের কালী প্রতিমা, অশনি সংকেত নাকি অলৌকিক কাণ্ড? উঠছে প্রশ্ন]
This browser does not support the video element.