shono
Advertisement
Lalbag

এক দশক পর মিলল ন্যায়বিচার, কিশোরী ধর্ষণে যুবককে ১০ বছরের সাজা আদালতের

৬০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে।
Published By: Suhrid DasPosted: 08:46 PM Nov 15, 2025Updated: 08:46 PM Nov 15, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: ধর্ষণের মামলায় সাজা ঘোষণা। দোষী যুবককে ১০ বছরের সাজা শোনাল মুর্শিদাবাদের লালবাগ আদালত। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর দোষী সাব্যস্ত হলেন মুর্শিদাবাদের ইসলামপুর থানার পাহাড়পুর পমাইপুর গ্রামের বাসিন্দা সাকিবুল শেখ ওরফে সফিকুল।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারির। রাতে শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিল গ্রামেরই এক ১৬ বছরের কিশোরী। তখন তাকে ধর্ষণ করে সাকিবুল। পাশেই ধর্মীয় অনুষ্ঠান চলায় জোরে মাইক বাজছিল। সেজন্য নির্যাতিতার আর্তনাদ কেউ শুনতে পায়নি। বাড়ি ফিরে সমস্ত কথা জানালে পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে ঘটনার পরই পালিয়েছিল অভিযুক্ত। পরে মার্চ মাসের শেষের দিকে সাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে শুরু হয় মামলা। প্রথমে জেল হেফাজতে থাকলেও পরে সে জামিনে মুক্ত হয়েছিল। যদিও মামলা চলতে থাকে।

দীর্ঘ শুনানির পর অবশেষে ১০ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হল। আজ, শনিবার লালবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জুডিশিয়াল স্পেশাল কোর্টের বিচারক জিতেন্দ্র গুপ্তা, মামলার রায় ঘোষণা করেন। দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়। নির্যাতিতার পুনর্বাসনের লক্ষ্যে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও আদালত জানিয়েছে।

মামলায় নির্যাতিতার পক্ষে সরকারি আইনজীবী হিসেবে ছিলেন শাহানা পারভিন ও মুকলেশ আহমেদ। রায় ঘোষণার পরে আইনজীবী মুকলেশ আহমেদ বলেন, “দীর্ঘ বিচার প্রক্রিয়ার অবসান ঘটিয়ে এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নির্যাতিতার পরিবার।” আদালতের এই রায়কে ন্যায়ের বড় জয় বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্ষণের মামলায় সাজা ঘোষণা। দোষী যুবককে ১০ বছরের সাজা শোনাল মুর্শিদাবাদের লালবাগ আদালত।
  • দোষী সাব্যস্ত হলেন মুর্শিদাবাদের ইসলামপুর থানার পাহাড়পুর পমাইপুর গ্রামের বাসিন্দা সাকিবুল শেখ ওরোফে সফিকুল।
Advertisement