বাবুল হক, মালদহ: ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চালানোর ঘটনা ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে যাঁদের গুলি চালাতে দেখা গিয়েছে, তাঁদের জেলা পুলিশের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করতে চাইছে মালদহ জেলা পুলিশ।
শনিবার জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে বার্তা দেওয়া হয়। কাদের নামে ওই আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স ছিল? কারা ব্যবহার করেছেন, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের অনুমান, যাঁদের গুলি চালাতে দেখা গিয়েছে, তাঁদের নামেই লাইসেন্স রয়েছে, বিষয়টি এমন নয়। এজন্যই নিশ্চিত হতে নোটিস জারি করা হয়েছে।
যদি দেখা যায়, যাঁরা গুলি চালিয়েছেন, তাঁদের নিজের নামে লাইসেন্স নেই অথবা তাঁরা কোনও লাইসেন্সের আবেদন করেননি। তাহলে তাঁদের বিরুদ্ধে পরবর্তীতে নির্দিষ্ট ধারায় অভিযোগ আনা হবে। এমনই জানালেন মালদহের পুলিশ সুপার। মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের শুরুতে শূন্যে একাধিক গুলি চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ওই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার চলতি মাসেই খুন হয়েছেন। ১২ দিনের ব্যবধানে দুই তৃণমূল নেতা খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন জেলা সফরে এসে। তারপরে ফের প্রকাশ্যে গুলি চলার ঘটনায় উদ্বেগ ছড়ায়। যদিও পুলিশ-প্রশাসন গোটা ঘটনাটিকেই গুরুত্ব দিয়ে বিচার করছে। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে ক্লাব কর্তৃপক্ষ। ওই আগ্নেয়াস্ত্রগুলিও মানিকচক থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।