shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

'যুদ্ধ বাঁধলে একসঙ্গে কাজ করতে হয়', SIR-আবহে কোচবিহারে দলীয় ঐক্যের বার্তা মমতার

কোচবিহার থেকেও এসআইআর নিয়ে সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর।
Published By: Subhankar PatraPosted: 01:27 PM Dec 09, 2025Updated: 02:03 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহারের রাসমেলা মাঠের জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা নেত্রীর। বললেন, "বিএলএরা যেমন কাজ করছেন করবে। দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।"

Advertisement

এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত। কোচবিহার থেকে আরও একবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভয় বার্তা দিয়ে সাধারণ মানুষকে তাঁর বার্তা, কোনও ভোটারকে হেয়ারিং প্রক্রিয়ায় ডাকা হলে তিনি যেন যান। যা কাগজপত্র আছে, তা নিয়েই যেতে বলেছেন তিনি। কোনও ডকুমেন্টের দরকার হলে সরকার ও দল সাহায্য করবে। তাঁর কথায়, " সরকারের তরফ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে। সেখান থেকে সব সাহায্য পাওয়া যাবে।"

এরপরই দলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, "কারও কোনও সমস্যা থাকলে দলের বিএলএ-রা যেমন কাজ করছে, করবে। তেমনই দলকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন যুদ্ধ যখন বাঁধে সবাইকে কাঁধে-কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।" দলীয় সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা শেষ হওয়ার পর কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলেছেন। তারপর একে একে অন্য নেতাদেরও ডেকে নেন। সেই আলোচনার পর আজ, মঙ্গলবার সভামঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন তিনি।

অন্যদিকে, মঙ্গলবারের সভা থেকে বিজেপিকে আরও একবার বিঁধেছেন মমতা। এসআইআরের নামে ভোটবন্দি করা হচ্ছে বলে দাবি তাঁর। আরও অভিযোগ ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। তিনি বলেন, "কখনও নোটবন্দি। এখন এসআইআরের নামে ভোটবন্দি। ১ কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি মৃত দেখানো হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচবিহারের রাসমেলা মাঠের জনসভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন নেত্রী।
  • বললেন, "বিএলএরা যেমন কাজ করছে করবে। দলও যেন ঐক্যবদ্ধ ভাবে কাজ করে। যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়।"
Advertisement