shono
Advertisement
Mamata Banerjee

নাগরাকাটায় দুর্যোগে মৃতদের পরিবারকে নিয়োগপত্র, নষ্ট নথি তৈরির আশ্বাস মমতার

দুর্যোগে ভেঙে পড়া বাড়়ি তৈরির আশ্বাস মমতার।
Published By: Tiyasha SarkarPosted: 01:42 PM Oct 13, 2025Updated: 02:04 PM Oct 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিনের ব্যবধানে ফের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটা থেকে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য।

Advertisement

বিপর্যয়ের পরদিনই উত্তরবঙ্গে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ শিবিরে গিয়ে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পরিদর্শন করেছিলেন ক্ষতিগ্রস্ত এলাকা। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেই মতো রবিবার উত্তরবঙ্গ যান তিনি। ওইদিনই হাসিমারায় একাধিক এলাকা পরিদর্শন করেন তিনি। সোমবার নাগরাকাটায় দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। মৃতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা। এদিন মুখ্যমন্ত্রী নিজে হাতে বিলি করেন ত্রাণসামগ্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তা শীঘ্রই তৈরি করে দেওয়া হবে।

বিপর্যয়ে স্বাভাবিকভাবেই বহু পরিবারের যাবতীয় নথি নষ্ট হয়ে গিয়েছে।  মাথার উপর ছাদের পাশাপাশি তা নিয়েও চিন্তা তো রয়েছেই। এদিন সেই সমস্যারও সমাধান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দুর্যোগে যাদের যা নথি নষ্ট হয়েছে, তা ডুপ্লিকেট তৈরি করে দেবে রাজ্য। নথি তৈরির জন্য ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন ফের দুর্যোগের জন্য ভুটানকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি বলেছিলাম ইন্দো-ভুটান রিভার কমিশন হোক। ভুটানের জলে এই পরিস্থিতি। ওরা ক্ষতিপূরণ দিক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিনের ব্যবধানে ফের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সোমবার নাগরাকাটা থেকে দুর্যোগে মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
Advertisement