সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে চলছে এসআইআরের কাজ। আগামী ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সম্ভবত তারপরই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কম সময়ের মধ্যে কেন এসআইআর করার এত তাড়াহুড়ো? উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ফের সেই প্রশ্ন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR-এর নামে রাজ্যে 'সুপার এমার্জেন্সি'র পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলেই জোরাল সওয়াল তাঁর।
মমতা বলেন, "কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে জানতে চাই। শকুনিবাবুরা লজ্জা করে না। নোটবন্দি শুনেছিলেন তো, আর এসআইআর হল ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি আপনাকে চেনেন। এর থেকে বড় অসম্মান কী হতে পারে? দু'বছর সময় দিতে পারত। এত কিসের তাড়াহুড়ো? মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত হতে হচ্ছে। নোট হবে না। ঘোঁট হবে।" এসআইআরের নামে সুপার ইমার্জেন্সির পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। অনুপ্রবেশ ইস্যুতেও ফের কেন্দ্রকে তোপ দাগেন মমতা। সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের হাতে। তাই অনুপ্রবেশের দায় কেন অমিত শাহ নেবেন না, সেই প্রশ্নও তোলেন মমতা। অনুপ্রবেশের দায় নিজের ঘাড়ে নিয়ে অমিত শাহের ইস্তফার দাবিতে সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বিজেপিকে উৎখাতের কথাও বলেন মমতা।
জনগণমন বিতর্কেও এদিন মুখ খোলেন মমতা। বিজেপিকে দুষে তিনি বলেন, "যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনও শিক্ষাব্যবস্থা, সংবিধান, আম্বেদকরের নামে বিতর্ক। যা ইচ্ছে তাই করছেন। বন্দেমাতরম ও জনগণমন নিয়ে ঝগড়া বাঁধাচ্ছেন? লজ্জা করে না? আমাদের কাছে বন্দেমাতরম এবং জনগণমন সমান সম্মানের।"
