জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। জানিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। সোমবার বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা ছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা। তড়িঘড়ি মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে ভর্তি করা হয়েছে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে।
অনশনমঞ্চে অসুস্থ মমতাবালা ঠাকুর।
মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতাবালাপন্থী মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। যদিও একে একে ১৫ জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন। তবে মমতাবালা ঠাকুর-সহ ১০ জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাতেই অনশন প্রত্য়াহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতাবালা ঠাকুর। সোমবার বেলা ১২ টায় অনশন প্রত্যাহারের কথা ছিল।
তবে অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ হয়ে পড়েন মমতাবালা ঠাকুর। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা অনশন মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। সেখানেই লেবুর রস খাইয়ে মমতাবালা ঠাকুর ও গোঁসাই পাগলদের অনশন ভেঙে দেন অন্য গোঁসাইরা। এরপর মমতাবালাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে রাজ্যসভার সাংসদের। এদিন অনশন মঞ্চ থেকে মমতাবালা বলেন, "এতদিন ধরে কিছুই না খাওয়া তাই সমস্যা হয়েছে। দূর্বল লাগছে, আরও কিছু সমস্যা হচ্ছে।"
