shono
Advertisement

Breaking News

Mal Bazar

পারিবারিক বিবাদ! মা-সহ ৪ জনকে ধারালো অস্ত্রের 'কোপ' যুবকের, গ্রেপ্তার অভিযুক্ত

যুবকের মা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
Published By: Subhankar PatraPosted: 07:22 PM Nov 08, 2025Updated: 08:24 PM Nov 08, 2025

অরূপ বসাক, মালবাজার: পারিবারিক বিবাদ! ধারালো অস্ত্র দিয়ে মা-দাদা-বোনকে কোপাল যুবক। তাঁদের বাঁচাতে গিয়ে আহত এক প্রতিবেশী প্রৌঢ়। যুবকের মা ও প্রতিবেশী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অস্ত্রের আঘাতে নিজেও আহত হয়েছেন অভিযুক্ত। পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে। তবে আহত হওয়ায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালবাজারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সরতাজ আনসারি। বয়স ৩৫ বছর। তিনি  মালবাজার ব্লকের ডামডিমের তাজিয়া মোড় এলাকার বাসিন্দা। আজ, শনিবার দুপুর নাগাদ পারিবারিক বিবাদের কারণে তিনি তাঁর মা সালমা বেগমের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। মায়ের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যান মেয়ে জারিনা খাতুন ও বড় ছেলে ইসলাম আনসারি। অভিযোগ বোন ও দাদার উপরও অস্ত্র নিয়ে চড়াও হন সরতাজ। তাদের বাঁচাতে গিয়ে প্রতিবেশী গুলাব আনসারিও (৫০) গুরুতর জখম হন। ধস্তাধস্তির সময় সরতাজ নিজেও আহত হন।

স্থানীয়রা আহতদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সালমা বেগম ও গুলাব আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরাও চিকিৎসাধীন।

ঘটনার পর স্থানীয়রা সরতাজকে আটকে বেঁধে রেখে পুলিশে খবর দেন। মালবাজার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করার পর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গোটা তাজিয়া মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মানসিক অবসাদে ভুগছিলেন। মাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুশিলকুমার প্রসাদ বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। ওই যুবক মানসিক সমস্যা রয়েছে বলে শুনেছি।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারিবারিক বিবাদ! ধারালো অস্ত্র দিয়ে মা-দাদা-বোনকে কোপাল যুবক।
  • তাঁরা প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
  • অস্ত্রের আঘাতে নিজেও আহত হয়েছেন অভিযুক্ত। পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে।
Advertisement