সুমন করাতি, হুগলি: চার বছরের শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার দাদু। ঘটনার পরেই তাঁকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পান তদন্তকারীরা। এরপরেই আজ রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হুগলির তারকেশ্বরে। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তদন্তে নামে পুলিশ।
শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। পরিবারের অভিযোগ, শুক্রবার ভোর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সেখান থেকে উদ্ধার করে শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তবে প্রাথমিক প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ ছিল, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। এমনকী ঘুমন্ত অবস্থাতেই মশারি কেটে শিশুকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় বলেও অভিযোগে জানায় পরিবার।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তারকেশ্বর থানার সামনে বসে বিক্ষোভ দেখায় বিজেপি। যদিও ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমেই শিশুটির দাদুকে জিজ্ঞাসাবাদ করলে একাধিকঅসঙ্গতি ধরা পড়ে। শনিবারেই তাকে আটক করা হয়েছিল। এরপর দফায় দফায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ রবিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
