shono
Advertisement
Basirhat

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন! ঝোপে উদ্ধার দেহ, রক্তাক্ত বসিরহাট

অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:20 PM Dec 07, 2025Updated: 02:23 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খুন বসিরহাটে! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ। গ্রামের নির্জন এলাকার ঝোপ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়শা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আসাদুল গাজি। বয়স ২৮ বছর। তিনি বসিরহাট থানার নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতুরআটি এলাকার বাসিন্দা। মধ্যমগ্রামের একটি আবাসনে হাউসকিপিংয়ের কাজ করতেন তিনি। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন। অভিযোগ শনিবার রাতে আমির হোসেন মণ্ডল নামে এক যুবক আসাদুলকে শনিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরে এলাকার একটি ঝোপ থেকে দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

তদন্তে পুলিশ অভিযুক্ত আমির হোসেন মণ্ডল ও রাজ্জাক গাজীকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, অভিযুক্ত আমির মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। তবে আসাদুলকে কেন খুন করা হল তা নিয়ে ধোঁয়াশা। এই খুনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের খুন বসিরহাটে! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ।
  • গ্রামের নির্জন এলাকার ঝোপ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ।
  • ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে খুন তা নিয়ে ধোঁয়শা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement