shono
Advertisement
Murshidabad

রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ! মুর্শিদাবাদে দাউদাউ করে জ্বলল বাড়ি, দগ্ধ কমপক্ষে ৬, মৃত ১

দগ্ধদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। 
Published By: Tiyasha SarkarPosted: 02:35 PM Nov 12, 2025Updated: 04:47 PM Nov 12, 2025

কল্যাণ চন্দ, বহরমপুর: রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি। দগ্ধ কমপক্ষে শিশু-সহ পরিবারের  ৬ সদস্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দিতে। ইতিমধ্যেই দগ্ধদের পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, মৃত্যু হয়েছে এক শিশুর।

Advertisement

বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের জিনিসপত্র।

মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুরের বাসিন্দা ডালিম শেখ। স্ত্রী, সন্তানদের নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। অন্য়ান্যদিনের মতোই এদিন তাঁর স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। সেই সময়ই আচমকা বিকট শব্দ। শোনা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে দাউদাউ করে রান্নাঘরে জ্বলে ওঠে আগুন। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। একে অপরকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন পরিবারের ছয় সদস্যই। এদিকে প্রতিবেশীদের নজরে পড়তেই খবর দেওয়া হয় থানা ও দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা। 

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনা ও আটকে পড়া সদস্যের উদ্ধারের কাজ। ৬ জনকেই উদ্ধার করে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, ১ শিশুর মৃত্যু হয়েছে। পাঁচজনের চিকিৎসা চলছে। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, "বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু সিলিন্ডারে কোনও সমস্যা ছিল নাকি দুর্ঘটনার নেপথ্যে অন্য কিছু, তা খতিয়ে দেখা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি।
  • দগ্ধ কমপক্ষে শিশু-সহ পরিবারের  ৬ সদস্য।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দিতে।
Advertisement