shono
Advertisement
Siliguri Road Accident

নেপালে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, শিলিগুড়িতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
Published By: Suhrid DasPosted: 06:46 PM Dec 09, 2025Updated: 07:22 PM Dec 09, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নেপালে কাজ করতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনায় জখম আরও কয়েকজন। মঙ্গলবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়ির (Siliguri Road Accident) নকশালবাড়ি এলাকায়। মৃতের নাম রশিদ মিয়াঁ। জখমরা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Advertisement

নেপালের ইটভাটার কাজের কথা পাকা হয়েছিল বলে খবর। সেই মতো কোচবিহার থেকে একটি বোলেরো গাড়ি চড়ে তাঁরা নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজ, মঙ্গলবার সকালে শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার এশিয়ান হাইওয়ের উপর দিয়ে ওই গাড়িটি যাচ্ছিল। কোয়ার্টার মোড়ের কাছে ওই গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে। এরপরই রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি।

বিকট শব্দ শুনে আশপাশের এলাকা থেকে স্থানীয়রা ছুটে যায়। নয়ানজুলিতে নেমে গাড়িতে আটকে থাকা ব্যক্তিদের একে একে উদ্ধার করা হয়। গাড়িটিতে সাত শ্রমিক, একটি শিশু ও চালক ছিলেন। তাঁদের সকলকে উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রশিদ মিয়াঁ নামে ওই পরিযায়ী শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। জখমদের পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতাল ও দুর্ঘটনাগ্রস্ত এলাকায় যায় নকশালবাড়ি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল? রাতে গাড়ি চালানোর জন্য কি চালকের ঘুমে চোখ লেগে গিয়েছিল? নাকি গাড়িটিতে কোনও ত্রুটি দেখা দেয়? সেসব তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেপালে কাজ করতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের।
  • দুর্ঘটনায় জখম আরও কয়েকজন। মঙ্গলবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায়।
Advertisement