shono
Advertisement
Birbhum

দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা, দুর্ঘটনায় গুরুতর জখম মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন

বীরভূমের চিনপাই ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে।
Published By: Sayani SenPosted: 07:59 PM Oct 09, 2025Updated: 08:04 PM Oct 09, 2025

দেব গোস্বামী, বোলপুর: দু'টি চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা। তারপরই উলটে যায় গাড়ি দু'টি। বীরভূমের চিনপাই ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অন্তত ৮ জন। তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন শর্মিষ্ঠা ঘোষ এবং তাঁর পরিজনেরাও।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার চন্দ্রনাথ সিনহার বোনেরা মুরারই থেকে পুরুলিয়ায় ফিরছিলেন। অপর গাড়িটি আসছিল রানিগঞ্জ থেকে। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মুখোমুখি ধাক্কা লেগে দু'টি গাড়ি উলটে যায়। জখম হন অন্তত ৮ জন। আহতরা হলেন শেখ আজাদ, গৌতম ঘোষ, শর্মিষ্ঠা ঘোষ, কল্যাণী ঘোষ, বরুণ চট্টোপাধ্যায়, অরুণ গোস্বামী ও দোলন মুখোপাধ্যায়। খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত আহতদের উদ্ধার করা হয়। প্রথমে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তাই তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, ভরদুপুরে বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। বাস ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় আহত হন অন্তত ২৫ জন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সকলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, সকলের চিকিৎসা চলছে। তবে বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার নেপথ্যে বাস ও ট্রাকের অতিরিক্ত গতিকে দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। এই দুর্ঘটনার জেরে এলাকায় এখনও আতঙ্ক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দু'টি চারচাকা গাড়ির মুখোমুখি ধাক্কা। তারপরই উলটে যায় গাড়ি দু'টি।
  • বীরভূমের চিনপাই ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম অন্তত ৮ জন।
  • তাঁদের মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোন শর্মিষ্ঠা ঘোষ এবং তাঁর পরিজনেরাও।
Advertisement