স্টাফ রিপোর্টার, ডায়মন্ডহারবার: চলতি মাসের মধ্যেই শেষ করতে হবে গঙ্গাসাগর মেলায় সেচদপ্তরের কাজ। এমনটাই জানিয়ে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। গঙ্গাসাগর মেলায় সেচদপ্তরের কাজ খতিয়ে দেখতে শনিবার গঙ্গাসাগরে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ ও সাগরমেলার আগে সমুদ্রসৈকতের অস্থায়ী বাঁধ ও স্নানের ঘাটগুলির কাজ খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং মহকুমা ও ব্লক প্রশাসন এবং সুন্দরবন জেলা পুলিশের পদস্থ কর্তারা।
অন্যদিকে, এবার গঙ্গাসাগর মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। বিগত বছরগুলিতে সাগর মেলায় বাংলার বিভিন্ন মন্দিরের আদলে করা হয়েছে রেপ্লিকা। কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর দক্ষিণেশ্বর এবং মালদার জহুরা কালী মন্দিরের প্রতিরূপ তৈরি করা হয়েছিল। যা পুণ্যার্থীদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। ২৬ এর মেলায় প্রধান আকর্ষণ হিসাবে দিঘার জগন্নাথ দেবের রেপ্লিকা তৈরির পরিকল্পনা করেছে প্রশাসন। প্রতিবছরের মতো এবারও সাগরমেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী আসার আগেই তাই দিঘার জগন্নাথ দেবের মন্দিরের রেপ্লিকা সম্পূর্ণ করে ফেলতে চাইছেন প্রশাসনিক আধিকারিকরা।
প্রশাসনের আশা, বাংলার অন্যান্য দেবদেবীর মন্দিরের রেপ্লিকার সঙ্গে এবারের এই বিশেষ আকর্ষণও পুণ্যার্থীদের নজর কাড়বে। সেচমন্ত্রী এদিন মুড়িগঙ্গা নদীর পাড়ে কচুবেড়িয়া জেটি, বেণুবন, সমুদ্র সৈকতের ১ নম্বর ঘাট ও রাস্তা খতিয়ে দেখেন। সমুদ্র সৈকতের অন্যান্য ঘাটগুলিও খতিয়ে দেখেন তিনি। খতিয়ে দেখেন মুড়িগঙ্গা নদীতে ও বেণুবনে ড্রেজিংয়ের কাজও। শংকরাচার্য আশ্রমের কাছে মাটি ভরাটের কাজ দ্রুত শেষ করতে সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। এরপর তিনি সুন্দরবন উন্নয়নমন্ত্রী, সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। এই মাসের মধ্যেই প্রস্তুতি পর্বের কাজ শেষ করার নির্দেশ দেন সেচমন্ত্রী। বিগত বছরগুলির তুলনায় এবছর সেচদপ্তর সাগরমেলার প্রস্তুতির কাজ অনেক দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চলেছে বলে বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে চেন্নাই আইআইটি এবং নেদারল্যান্ডের প্রতিনিধি দল গঙ্গাসাগর রক্ষার পরিকল্পনায় ইতিমধ্যেই গঙ্গাসাগরের সমুদ্রসৈকতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গিয়েছে। এদিনের বৈঠকে সেই বিষয় নিয়েও আলোচনা করেন সেচমন্ত্রী।
