shono
Advertisement

আড়াই মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ দু’হাজারের কম, একদিনে মৃত ৪২

ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
Posted: 06:46 PM Jun 21, 2021Updated: 06:56 PM Jun 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে জারি কড়া বিধিনিষেধের সুফল। ৭৬ দিন অর্থাৎ আড়াই মাস পর রাজ্যের দৈনিক সংক্রমণ দু’হাজারের নিচে।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৮৭৯ জন। নিম্নমুখী মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ৪২ জন। তবে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। যা নিঃসন্দেহে আশা জোগাচ্ছে রাজ্যবাসীকে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২৯৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ১৭৮ জন। তৃতীয় স্থানে কলকাতা ও হুগলি। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭১ জন করে।  ফের হাওড়া চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৩,৫৮৬।

[আরও পড়ুন: বাড়ল উচ্চমাধ্যমিকে মূল্যায়নের নম্বর জমা দেওয়ার মেয়াদ, নয়া নির্দেশ সংসদের]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪২ জনের। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ১০ জন উত্তর ২৪ পরগনার। কলকাতার (Kolkata) , দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে মৃত্যু হয়েছে ৯ জন করে। নদিয়ায় করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৩৯০। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২, ১১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৪৩, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৩০ শতাংশ।

[আরও পড়ুন: উত্তরবঙ্গে পা রেখেই বিক্ষোভের মুখে রাজ্যপাল, কার্শিয়াংয়ে কালো পতাকা দেখাল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement