shono
Advertisement

অতীতের রেকর্ড ভেঙে একদিনে রাজ্যে করোনার বলি ১৬২ জন, সুস্থতার হার প্রায় ৮৯ শতাংশ

মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১২ লক্ষের গণ্ডি।
Posted: 07:28 PM May 20, 2021Updated: 08:15 PM May 20, 2021

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: করোনা রুখতে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। পরিস্থিতি মোকাবিলায় একাধিক ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬২ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। স্বাভাবিকভাবেই যা আতঙ্ক কয়েকগুণ বাড়িয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯, ০৯১ জন। তবে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪,১১৮ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৪৬১ জন। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ১,২৮৭ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ১,২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী নদিয়ার কোভিড গ্রাফ। একদিনে সংক্রমিত সেখানকার ১, ০৫২ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,০৯, ৯৫৮।

[আরও পড়ুন: পুলিশ হেফাজতে থাকাকালীনই চোর সন্দেহে ধৃত যুবকের মৃত্যু! স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্র পোলবা]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬২ জনের। এদিনের মৃতদের মধ্যে ৩৭ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় করোনার বলি ১২ জন। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, ৮৯৫। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৮,৯১০ জন। তাঁদের মধ্যে ৩,৯৩৪ জন উত্তর ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১০,৬৪,৫৫৩। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭. ৯৮ শতাংশ। একদিনে কোভিড টেস্ট হয়েছে ৭০,৬৩৮ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement