shono
Advertisement

রাজ্যে ফের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের বেশি, একদিনে প্রাণ গেল ১৩৫ জনের

ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
Posted: 09:30 PM May 12, 2021Updated: 09:38 PM May 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেন বন্ধ, একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পরও ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। পরপর দু’দিন দৈনিক সংক্রমিতের সংখ্যা পেরল ২০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৩৭৭ জন। একদিনে করোনা প্রাণ কাড়ল রাজ্যের ১৩৫ জনের।  তবে সংক্রমণের সঙ্গে পাল্লা বাড়ছে সুস্থতার হার। একদিনে করোনা জয় করেছেন রাজ্যের ১৯,২৩১ জন। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ৪,০৯১ জনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৮৯ জন। তৃতীয় স্থানে উঠে এল হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ১,২৫৬ জন।  হুগলি রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি।নতুন সংক্রমিতের সংখ্যা ১,২০৩ জন। উল্লেখযোগ্যভাবে সংক্রমণ বেড়েছে নদিয়ায়। একদিনে সংক্রমিত সেখানকার ১,১৭১ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৫৩, ১১৭।

[আরও পড়ুন : বিতর্কের মুখে পিছু হঠল বিশ্বভারতী, বাতিল ‘বিজেপির হারের কারণ’ নিয়ে আলোচনা সভা

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৩৫ জনের। তাঁদের মধ্যে ৪৪ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সেখানকার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। একদিনে জলপাইগুড়িতে করোনার বলি ১০ জন। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ৭২৮। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৯,২৩১ জন। তাঁদের মধ্যে ৩,৯২৬ জন কলকাতার। সুস্থতার হার ৮৬. ৫৭ শতাংশ। সুস্থতায় সামান্য হলেও কমেছে উদ্বেগ।

[আরও পড়ুন: বিতর্কের মুখে পিছু হঠল বিশ্বভারতী, বাতিল ‘বিজেপির হারের কারণ’ নিয়ে আলোচনা সভা] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement