shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজার, পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ

একদিনে করোনার বলি ৬।
Posted: 06:34 PM Jul 21, 2022Updated: 08:31 PM Jul 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। একদিনে মোট সংক্রমিত হয়েছেন  ২৪৮৬ জন। কলকাতাকে পিছনে ফেলে গত ২৪ ঘণ্টার কোভিড গ্রাফের ভিত্তিতে প্রথম স্থানে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। যা গতকালের তুলনায় সামান্য বেশি। একদিনে করোনার বলি ৬ জন। পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী,  ৩৯৯ জন আক্রান্ত হওয়ায় সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৩৯৬ জন। বীরভূমের সংক্রমিতের সংখ্যাও পেরিয়েছে ৩০০-র গণ্ডি। একদিনে সেখানকার ৩১৮ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা।  দেড়শোর কাছাকাছি সংক্রমিতের খোঁজ মিলেছে জলপাইগুড়িতে। দুই বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরের সংক্রমিতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। একদিনে মৃতদের মধ্যে কলকাতার ২ জন, দুই ২৪ পরগনা, মালদহ, জলপাইগুড়িতে একদিনে মৃত ১ জন করে। 

[আরও পড়ুন: একুশের মঞ্চে মমতাকে বস্তাভরতি মুড়ি এগিয়ে দিয়ে রাতারাতি ‘হিরো’ বর্ধমানের যুবক]

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ যখন দুশ্চিন্তা বাড়াচ্ছে তখন সুস্থতা স্বস্তি জোগাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৩ হাজার ১২৪ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ৩০ হাজার ৪৩৬ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ। করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৫৮ লক্ষ ৫১ হাজার ৮৪৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ। টিকাকরণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিন টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ১০৩ ডোজ। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৬২ কোটি ৩৪ লক্ষ ৩৮৪।

[আরও পড়ুন: সন্তানের চিকিৎসার টাকা দিতে নারাজ স্বামী, দুই ছেলেকে নিয়ে পুকুরে ঝাঁপ বধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement