shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২৫, নিম্নমুখী অ্যাকটিভ কেস

সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
Posted: 08:02 PM May 24, 2022Updated: 08:05 PM May 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণে এলেও এখনও করোনামুক্ত হয়নি বাংলা। প্রতিদিনই কিছু মানুষ সংক্রমিত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন। তবে এদিনও মৃত্যু শূন্য। 

Advertisement

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৫ জন। আগেরদিন সংক্রমিতের সংখ্যা ছিল ৩১। অর্থাৎ এদিন বেশ খানিকটা কমেছে সংক্রমণ। তবে দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) কমে হল ০.৩০ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ১৪৯ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই’, সুদূর মালদহ থেকে সাইকেলে কালীঘাট আসার আবেদন খুদে ‘কন্যাশ্রী’র

বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ৫৮৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩৩৫ জন। হাসপাতালে ভরতি ২৫ জন করোনা আক্রান্ত। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৩৬০ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৮ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ৬৫ হাজার ৪৭৫ জনকে।

[আরও পড়ুন: সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ‘ধর্ষণ’, সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রি বিয়ে! কাঠগড়ায় TMC নেতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement