shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ, মৃত্যু ৭ জনের

পজিটিভিটি রেট ১.৭৮ শতাংশ।
Posted: 06:44 PM Sep 16, 2021Updated: 06:54 PM Sep 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০৭ জন। আগেরদিন এই সংখ্যাটা ছিল প্রায় সাড়ে সাতশো। ফলে এদিনের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে সামান্য হলেও স্বস্তিতে রাজ্যবাসী। কমেছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। সুস্থতার হার ৯৮.২৯ জন।  

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১২৯ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। । একদিনে আক্রান্ত সেখানকার ১২৫ জন। অর্থাৎ এক ধাক্কায় অনেকটা কমেছে ওই জেলার সংক্রমণ।

[আরও পড়ুন: বিস্তর টালবাহানার পর সিদ্ধান্ত বদল, সামশেরগঞ্জ আসনে লড়তে রাজি কংগ্রেস প্রার্থী জইদুর রহমান

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি ও নদিয়া। একদিনে সেখানকার ৫২ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৭৮ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৯,৫৬৭।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটা কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৫ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৬২০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭২৫ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩২,৯২২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

[আরও পড়ুন: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, আশা করি পেনশন সমস্যা মিটবে’, ঘরে ফিরে বললেন বুদ্ধদেব শ্যালিকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement