shono
Advertisement

Coronavirus Update: একদিনে রাজ্যে করোনার বলি ১৪, চিন্তা বাড়াচ্ছে দুই জেলার কোভিড গ্রাফ

সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
Posted: 06:12 PM Sep 15, 2021Updated: 06:12 PM Sep 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে (Corona Virus) বাগে আনতে মরিয়া রাজ্য। এখনও জারি রয়েছে বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ৭৪৩ জন। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৪২ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। এক ধাক্কায় আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা (Kolkata)। একদিনে আক্রান্ত সেখানকার ১৩০ জন। অর্থাৎ ওই তিলোত্তমাতেও ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। 

[আরও পড়ুন: বিশ্বভারতীর ছাত্র আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে বহিরাগতরা, ক্ষোভপ্রকাশ হাই কোর্টের]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে সেখানকার ৫৫ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৬ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৮,৮৬০।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। একদিনে করোনার বলি সেখানকার ৬ জন করে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৬১৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৩ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩২,১৯৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

[আরও পড়ুন: Coronavirus: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের সময়সীমা, এখনই চলছে না লোকাল ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement