shono
Advertisement

COVID-19: কমল পজিটিভিটি রেট, একদিনে রাজ্যে করোনার বলি ১৪ জন

সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।
Posted: 07:15 PM Jul 29, 2021Updated: 07:29 PM Jul 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেও আসছে না মারণ করোনা ভাইরাস। কখনও এক ধাক্কায় অনেকটা কমছে রাজ্যের দৈনিক সংক্রমণ। কখনও আবার বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৬ জন। যা আগের দিনের তুলনায় কম। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১০৬ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা, তবে সামান্য হলেও কমেছে সংক্রমণ।  দ্বিতীয় স্থানে ফের দার্জিলিং (Darjeeling)। একদিনে সংক্রমিত সেখানকার ৬৯ জন। আগের দিনের তুলনায় সামান্য হলেও নিম্নমুখী সেখানকার গ্রাফ। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। একদিনে সেখানকার ৬৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।  চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৬৭ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৬,৫৩৯।

[আরও পড়ুন: স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া নিয়ে তরুণীকে ‘খুন’ করে উধাও যুবক! চাঞ্চল্য Tarapith-এ]

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়ি। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১২৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯৭,১১৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৯৩৬ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৬,৪৫,০৫৬ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। 

[আরও পড়ুন: গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে অকালেই প্রাণহানি ৩ মহিলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement