shono
Advertisement

কড়া বিধিনিষেধের সুফল, বাংলায় ক্রমেই নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ

ঊর্ধ্বমুখী সুস্থতার হারও।
Posted: 07:31 PM Jun 02, 2021Updated: 08:26 PM Jun 02, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ মে থেকে কার্যত স্তব্ধ বাংলা। সংক্রমণ ঠেকাতে বেড়েছে কড়া বিধিনিষেধের মেয়াদ। আর তারই সুফল মিলছে ধীরে ধীরে। প্রতিদিন একটু একটু করে কমছে সংক্রমণ। এদিনও তার ব্যতিক্রম হল না। স্বস্তি দিয়ে বেড়েছে রাজ্যের সুস্থতার হারও।

Advertisement

বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৮,৯২৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ১,০৪০ জন। দিন কয়েক আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে এদিন অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,৮৬০ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৬০৬। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৬৭০ ও ৫৫১ জন। তবে এখনও উদ্বেগে রাখছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিং। ২৪ ঘণ্টায় ৪৮০ জন করোনা পজিটিভ হয়েছেন সেখানে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৯৪ হাজার ৭২৪ জন। একদিনে ভাইরাসের বলি ১৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৫ হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

[আরও পড়ুন: ‘যে ঘোড়া ছিলাম সেই ঘোড়াই আছি,’ সুস্থ হয়ে বাড়ি ফিরেই আত্মবিশ্বাসী অনুব্রত]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৩৮৬ জন। যার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে সুস্থ ৩,৬২৫ জন। কলকাতায় ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ২,৩৪৫। এ নিয়ে মোট ১৩ লক্ষ ৮ হাজার ৮৯৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ। সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭০ হাজার ১৫ জন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ হাজার ১৬১ জনের। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি।

[আরও পড়ুন: বার্নপুরে ইসকো কারখানায় গ্যাস লিক, মৃত্যু ২ শ্রমিকের, অসুস্থ আরও তিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement