shono
Advertisement
Murshidabad Cyber Fraud case

মুর্শিদাবাদে সাইবার জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার ৪ বাংলাদেশি-সহ ৭! উদ্ধার ১২১ এটিএম কার্ড

বাংলাদেশে টাকা পাচার হচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
Published By: Anustup Roy BarmanPosted: 02:27 PM Nov 07, 2025Updated: 04:29 PM Nov 07, 2025

কল্যাণ চন্দ, বহরমপুর: সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ। এই ঘটনায় মুর্শিদাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার সাত অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার সিম কার্ড-সহ বহু নথি।

Advertisement

জানা গিয়েছে, এবার সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশের যোগ পেয়েছে মুর্শিদাবাদ পুলিশ। এই ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাঙ্কের ১২১টি এটিএম কার্ড এবং ৪৬ টি সিমকার্ড উদ্ধার করেছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ।

এটিএম কার্ড এবং সিম কার্ডের পাশাপাশি দু'টি ল্যাপটপ এবং তেরোটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। মুরশিদাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সাত অভিযুক্তের মধ্যে চারজন বাংলাদেশি। পুলিশ জানিয়েছে ওই চারজনের বাড়ি বাংলাদেশের ঢাকায়। বাকি তিনজনের বাড়ি মুর্শিদাবাদে।

বৃহস্পতিবার রাতে এই সাতজনকে বরোয়া থানার মুনাই কাঁদরা এলাকায় একজনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বহরমপুরে অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রিত সিং বলেন, ধৃতদের দশ দিনের পুলিশ হেজাজত চেয়ে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হচ্ছে। অভিযুক্তরা ওই এটিএম এবং সিম ব্যবহার করে জালিয়াতি করছিল বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে বাংলাদেশের সঙ্গে কিভাবে যোগাযোগ হলো ধৃতদের এবং বাংলাদেশে টাকা পাচার হচ্ছিল কিনা সেই সব বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

কিছুদিন আগেই, পুজোর সময় বড় সাফল্য পায় মুর্শিদাবাদ পুলিশের। সাইবার জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়ার পুলিশ অভিযান চালায়। হরিহরপাড়ার ধরমপুরের বাসিন্দা আবদুল মজিৎ মণ্ডলের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তাঁর বছর ২৯ বয়সের ছেলে মনিরুল ইসলামকে পাকড়াও করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোনের মোট ২৭টি এটিএম কার্ড উদ্ধার হয়। সিমগুলি বিভিন্ন ব্যক্তির নামে তোলা হয়েছিল। ঘর থেকে উদ্ধার হয় মোট ৯০ হাজার টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাইবার জালিয়াতি কাণ্ডে বাংলাদেশি যোগ।
  • মুর্শিদাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার সাত অভিযুক্ত।
  • ধৃতদের কাছ থেকে উদ্ধার সিম কার্ড-সহ বহু নথি।
Advertisement