shono
Advertisement

Breaking News

Nadia

দিল্লি বিস্ফোরণের জের, নদিয়ার গেদে সীমান্তে কড়া নজরদারি বিএসএফের

সীমান্ত ঘুরে দেখলেন বিএসএফের কমাড্যান্ট
Published By: Anustup Roy BarmanPosted: 04:54 PM Nov 13, 2025Updated: 04:54 PM Nov 13, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: দিল্লিতে বিস্ফোরণের জের। ঘটনার পরেই সতর্ক প্রতিটি বাহিনী। সীমান্ত এলাকায় চলছে বিশেষ নজরদারি। সেই মতই এবার নদীয়ার গেদে সীমান্ত এলাকায় চলছে কড়া নাকা চেকিং।

Advertisement

জানা গিয়েছে, দিল্লির ঘটনার পর থেকে এলার্ট প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। ঘটনার পরই নদীয়ার গেদেতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে শুরু হয়েছে নাকা চেকিং। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন প্রান্তে চলছে কড়া নজরদারি। ঠিক একই রকম ভাবে, নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে চেকপোষ্টেও চলছে বিএসএফের কড়া প্রহরা।

গেদের পাশাপাশি, ঠিক একই রকম ভাবে নদীয়ার করিমপুর, চাপড়া, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, রানাঘাট-সহ বিভিন্ন সীমান্তে চলছে বিএসএফের কড়া পাহাড়া। বিএসএফের চোখে ফাঁকি দিয়ে যাতে কোনও অবৈধ গাড়ি সীমান্তে প্রবেশ করতে না পারে সেই জন্য সকাল থেকেই সেনাবাহিনীর নজর রয়েছে কড়া। এমনকি ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা নিয়ে যাতায়াতকারী যাত্রীদের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে।

প্রত্যেকের ব্যাগ-সহ সারা শরীর মেটাল ডিরেক্টরের মাধ্যমে চেক করা হচ্ছে। সীমান্তে বিএসএফ-এর নজরদারি কেমন রয়েছে তা দেখবার জন্য বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সুজিত কুমার গেদে চেকপোষ্টে পৌঁছান। তিনি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নির্দেশ দেন প্রতিটি গাড়ির উপর কড়া নজরদারি রাখতে।

সীমান্তে পরিদর্শনের সময় তিনি বলেন, সীমান্তে বিএসএফ কড়া নজরদারির চালাচ্ছে। যে কোনও ঘটনা মোকাবিলা করার জন্য প্রস্তুত দেশের বিএসএফ জওয়ানরা। সীমান্তের গাড়ির চালকদের বক্তব্য, বিএসএফের জওয়ানরা তাদেরকে তল্লাশি করে ছেড়ে দিচ্ছেন। তাঁরা আরও বলেন, বিএসএফ কোনওভাবেই চালকদের অসুবিধা করে না। তাঁরা জানান বিএসএফ-এর এই কাজে তাঁরা সন্তুষ্ট ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সীমান্ত এলাকায় চলছে বিশেষ নজরদারি।
  • গেদে সীমান্ত এলাকায় চলছে কড়া নাকা চেকিং।
  • সকাল থেকেই সেনাবাহিনীর নজর রয়েছে কড়া।
Advertisement