shono
Advertisement
Naxalbari

তৃণমূল নেতার ঘরে উদ্ধার পরমাণু চুল্লির রাসায়নিক, ঘটনায় ISI-যোগ?

একজন সাধারণ মানুষের কাছে তেজস্ক্রিয় পদার্থ কী করে এল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:54 PM Nov 29, 2024Updated: 02:58 PM Nov 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নকশালবাড়ির (Naxalbari) তৃণমূল নেতা বলে পরিচিত এক বনকর্মীর বাড়ি থেকে উদ্ধার হল তেজস্ক্রিয় রাসায়নিক। শুধু রাসায়নিক নয়, পাওয়া গিয়েছে ডিআরডিওর নথিও। কী করে এই পদার্থ ওই কর্মীর হাতে এল? পিছনে কি দেশবিরোধী কোনও শক্তির মদত রয়েছে? ঘটনার সঙ্গে কি আইএসআই যুক্ত? উঠছে একাধিক প্রশ্ন।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কর্মী ফ্রান্সিস এক্কার বাড়িতে অভিযান চালায় এনআইএ ও দার্জিলিং পুলিশের যৌথ দল। তল্লাশিতে চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের! দেখা যায়, ওই নেতার বাড়িতে মজুত করে রাখা হয়েছে অত্যন্ত তেজস্ক্রিয় মৌল। যা কি না পারমাণবিক চুল্লির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রাসায়নিকের ব্যবহারও গোপনভাবে হয় বলে খবর।

সেই তেজস্ক্রিয় পদার্থ একজন সাধারণ মানুষের কাছে কী করে এল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফ্রান্সিস কি কোনও বিদেশি চক্রের সঙ্গে জড়িত? পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে দেশে বসে বড় নাশকতার ছক কষছিল সে? ডিআরডিওর নথি পাওয়ায় প্রশ্ন উঠছে তা কি দেশ বিরোধী শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে? ঘনাচ্ছে রহস্য। অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নকশালবাড়ির তৃণমূল নেতা বলে পরিচিত এক ফরেস্ট কর্মীর বাড়ি থেকে উদ্ধার তেজস্ক্রিয় রাসায়নিক।
  • শুধু রাসায়নিক নয় উদ্ধার হয়েছে ডিআরডিওর একাধিক নথি।
  • কী করে এই পদার্থ ওই কর্মীর হাতে এল? পিছনে কি দেশবিরোধী শক্তির মদত রয়েছে? ঘটনার সঙ্গে কী আইএসআইয় যুক্ত? উঠছে একাধিক প্রশ্ন।
Advertisement