shono
Advertisement
Medinipur Medical college

'বিষ' স্যালাইন কাণ্ডে এবার সদ্যোজাতর মৃত্যু, মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানহারা অসুস্থ প্রসূতি

হাসপাতালে সূত্রে খবর, জন্মের পর থেকে কাঁদেনি শিশুটি। জন্ডিস-সহ একাধিক রোগে ভুগছিল।
Published By: Paramita PaulPosted: 10:37 AM Jan 16, 2025Updated: 10:56 AM Jan 16, 2025

সম্যক খান, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজে 'বিষ' স্যালাইন কাণ্ডে এবার সদ্যোজাতর মৃত্যু। অসুস্থ প্রসূতির রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হল বৃহস্পতিবার সকালে। হাসপাতালে সূত্রে খবর, জন্মের পর থেকে কাঁদেনি শিশুটি। কিডনির রোগ, জন্ডিস-সহ একাধিক রোগে ভুগছিল। এদিন তার মৃত্যু হল।

Advertisement

মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক তারাপদ ঘোষ জানান, ৮ জানুয়ারি রাতে ভূমিষ্ঠ হওয়া শিশুটি জন্মের পর থেকে কাঁদেনি। কিডনির রোগ-সহ একাধিক জটিলতা ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল সুস্থ করার। কিন্তু শেষরক্ষা হল না।

৮ জানুয়ারি রাতে ডেলিভারি হয়েছিল রেখা সাউয়ের। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। অভিযোগ, 'বিষ' স্যালাইন এবং চিকিৎসকদের গাফিলতির জেরে এই পরিস্থিতি তৈরি হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন ছিলেন রেখা। আপাতত কিছুটা সুস্থ তিনি। কিন্তু জন্মের পর থেকেই অসুস্থ ছিল তার সন্তান। এদিন সকালে মৃত্যু হল। 

মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। মারা যান মামণি রুইদাস নামের এক প্রসূতি। বাকিরা চিকিৎসাধীন। তাঁদের সন্তানদের অবস্থা স্থিতিশীল ছিল। তবে আচমকাই রেখা সাউয়ের সন্তানের অবস্থার অবনতি হয়েছিল। প্রথমে এনএসইউ-তে রাখা হয়েছিল তাকে। পরে ভেন্টিলেশনে পাঠানো হয়েছিল। বাকি সদ্যোজাতদের নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজে 'বিষ' স্যালাইন কাণ্ডে এবার সদ্যোজাতর মৃত্যু।
  • অসুস্থ প্রসূতির রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হল বৃহস্পতিবার সকালে।
  • হাসপাতালে সূত্রে খবর, জন্মের পর থেকে কাঁদেনি শিশুটি।
Advertisement