সম্যক খান, মেদিনীপুর: প্রসূতি মৃত্যুকাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করল স্বাস্থ্যদপ্তর। শনিবার সাসপেনশনের বিজ্ঞপ্তি জারি করা হল। সবমিলিয়ে সাসপেন্ড হওয়া চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া শ্বেতা সিং। অভিযোগ, ৮ তারিখ রাতে গাইনোকলজির এই জুনিয়র চিকিৎসক অপারেশন রুমে ছিলেন। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই হাসপাতালের ডাক্তারদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। রবিবারও মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসকদের অবস্থার চলছে। তবে কর্মবিরতি নিয়ে ধোঁয়াশা রয়েছেই।
গত বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসবের পর মামনি রুইদাস নামে যুবতীর মৃত্যুতে কাঠগড়ায় তোলা হয় চিকিৎসকদের একাংশকে। ওইদিন অপারেশনে তাঁদের গাফিলতির অভিযোগে মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এই তালিকায় ছিলেন জুনিয়র ও সিনিয়র ডাক্তার, সুপার, আরএমও-ও। সেই তালিকায় যুক্ত হলেন আরও এক জুনিয়র ডাক্তার। এর প্রতিবাদে শনিবার থেকে আংশিক কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তবে এমার্জেন্সি ও আউটডোর পরিষেবা চালু রেখেছেন তাঁরা। নতুন এমএসভিপি হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দায়িত্ব নেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ ডাঃ ইন্দ্রনীল সেন।