shono
Advertisement
Ashoknagar

ভয়াবহ আগুনে ভস্মীভূত প্লাইউড কারখানা, চাঞ্চল্য অশোকনগরে

প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
Published By: Suhrid DasPosted: 08:36 PM Nov 18, 2025Updated: 08:36 PM Nov 18, 2025

অর্ণব দাস, বারাসত: প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন। দমকমকর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। আগুনে কারখানাটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের তালসা এলাকায় ওই প্লাইউড কারখানা রয়েছে। প্রতিদিনের মতো আজ, মঙ্গলবার নির্দিষ্ট সময়ে ওই কারখানায় কাজ শুরু হয়। কারখানার বিভিন্ন জায়গায় কাঠের অংশ, প্লাইউড রয়েছে। কাজের সময় হঠাৎ করেই কারখানায় আগুন দেখতে পান কর্মীরা। আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। প্রথমে জল নিয়ে কর্মীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই আগুন নেভানো সম্ভব হয়নি। কিছু সময়ের মধ্যেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে কারখানায়।

খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছু সময়ের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা ওই আগুন নেভাতে শুরু করেন। অশোকনগর থানার পুলিশ সেখানে যায়। কারখানার কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্লাইউড দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়েছিল বলে মত। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কারখানাটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। ওই কারখানার আশপাশের এলাকা ফাঁকা। সেকারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে মনে করছে পুলিশ। কিন্তু কী কারণে ওই আগুন লাগল? শটসার্কিট থেকে আগুন লাগল? নাকি অন্য কোনও কারণ? সেই প্রশ্ন উঠেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন।
  • দমকমকর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।
Advertisement