সঞ্জিত ঘোষ, নদিয়া: বাইক সারিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। সেই পাওনা টাকা চাইতে গেলে গ্যারাজ মালিককে আক্রমণ করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা গ্যারাজ ও এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ধারাল অস্ত্র দিয়ে গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথকে কোপ দেওয়া হয়! ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করে স্থানীয়রা পথ অবরোধ করেছিলেন। পুলিশ সেই অবরোধ তুলতে এলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় ধুন্ধুমার এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহেশগঞ্জ কালীতলা মোড় এলাকায় একটি গ্যারেজ রয়েছে বিশ্বজিৎ দেবনাথ নামক এক ব্যক্তির। অভিযোগ, সম্প্রতি বিপ্রনগর স্কুল মাঠপাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ ওই গ্যারাজে বাইক সারাই করিয়েছিলেন। সেই সারাই বাবদ ১৭০০ টাকা চাওয়া হয়েছিল। এদিন সকালে ওই টাকা চাইলে গ্যারাজ মালিকের সঙ্গে মিঠুন দেবনাথের বচসা হয়! অভিযোগ, এরপরই সাহেব ওরফে বিশ্বজিৎ হালদার নামে দুষ্কৃতীর নেতৃত্বে একটি দল ওই গ্যারাজ ও এলাকার একাধিক বাড়ি অবাধে ভাঙচুর চালায়। ওই গ্যারাজ মালিককেও বেধড়ক মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয়!
ওই ঘটনার পরই এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলে ব্যস্ততম নবদ্বীপ ঘাট-কৃষ্ণনগর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়! ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের উপর হামলার ঘটনায় দু'জনকে আটক করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে হামলায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেওয়া হয়।
