শেখর চন্দ্র, আসানসোল: সোমবার রাতে আসানসোলে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খোলামুখ খনিতে পুলিশের অভিযান। বাজেয়াপ্ত ২ কুইন্টাল কয়লা। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু কীভাবে পুলিশের চোখ এড়িয়ে অবৈধ ব্যবসা চলছে? পিছনে কারা যুক্ত? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই বেআইনি খাদানে হানা দেয় আসানসোল উত্তর থানার পুলিশ। সমতল থেকে প্রায় ৮০ ফুট মাটির নিচে সুড়ঙ্গ কাটা হয়েছিল। সেখান থেকেই কয়ালা তোলা হচ্ছিল। বস্তায় ভর্তি করে গাড়ির পর গাড়ির করে সেগুলো পাচার করা হচ্ছিল। পুলিশ অভিযান চালাতেই গাড়ি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় দীর্ঘ দিন ধরেই অবৈধভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। প্রায় প্রতিদিনই কয়লা বস্তায় ভরে পাচার করা হয় বলে অভিযোগ। সোমবার রাতেও সেই কাজ চলছিল। খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। ঘটনায় কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে মাটির গভীরে ৮০ ফুট গভীর গর্ত খোড়া হল, দীর্ঘ দিন ধরে কাজ চলল, বস্তায় ভরে তা পাচারও হতে লাগল তা কিছুই পুলিশ জানতে পারল না? পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে।