শেখর চন্দ্র, আসানসোল: দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু রপ্তানিতে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু তার মধ্যে প্লাস্টিকের চালানের মধ্যে লুকিয়ে ভিন রাজ্যে আলু পাচারের ছক! তবে নজরদারির জেরে সেই ছক বানচাল হয়েছে। আসানসোলের বারাবনির কাছে ঝাড়খণ্ড সীমানায় ট্রাক থেকে পাঁচশো বস্তা আলু বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিকে। জানা গিয়েছে, আলুগুলি গোপনে বিহারে রপ্তানি করা হচ্ছিল।
রবিবার সকালে বারাবনির কাছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নজরদারি চলছিল পুলিশের। সেসময় নজরে পড়ে একটি ট্রাক প্লাস্টিক ঢাকা অবস্থায় যাচ্ছে বিহারের দিকে। সঙ্গে সঙ্গে তা আটক করে চালান দেখতে চায় টহলরত পুলিশ। দেখেন, চালানে লেখা যে লরিতে রয়েছে প্লাস্টিকের ব্যাগ। তাতে সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। দেখা যায়, প্লাস্টিকের আড়ালে লুকিয়ে বস্তা বস্তা আলু। গুনে দেখা যায়, মোট ৫১০ টি বস্তা রয়েছে ট্রাকের মধ্যে।
পুলিশ সূত্রে প্রাথমিক খবর, সাধারণত ১৯ নং জাতীয় সড়ক গোপনে পাচারের রুট। কিন্তু এখন রুট বদল হয়েছে। এবার বারাবনি ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ দিয়ে আলু পাচারের চেষ্টা হচ্ছিল। কিন্তু তার আগেই বারাবনি থানার পুলিশ ট্রাকটিকে ধরে ফেলে। চালক ও খালাসিকে আটক করা হয়েছে। তাদের জেরা করে প্রাথমিকভাবে জানতে পেরেছে, হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়ায় পাচার করা হচ্ছিল ৫০০ বস্তা আলু। এই ঘটনার পর আরও সতর্ক হল আসানসোল দুর্গাপুর পুলিশ। এমনিতেই মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেওয়ায় বাজারে জোগান নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তার মধ্যে এভাবে ভিনরাজ্যে পাচার করলে আরও টান পড়বে বলে মনে করা হচ্ছে। আর তা রুখতেই সীমানায় নজরদারি আরও বাড়ানো হল।