shono
Advertisement
Maldah

মালদহে ট্রেন থামতেই ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেসে তল্লাশি, উদ্ধার ১০ কোটি টাকার ব্রাউন সুগার

২ কেজির বেশি মাদক নিয়ে যাচ্ছিলেন গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি।
Published By: Suhrid DasPosted: 02:22 PM Jan 20, 2025Updated: 02:22 PM Jan 20, 2025

বাবুল বক, মালদহ: মাদক পাচার হওয়ায় কথা আগেভাগেই এসেছিল রেল পুলিশের কাছে। সেই মতো আঁটঘাট বেঁধে মালদহ স্টেশনে চলে অভিযান। ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালাতেই মিলল সাফল্য। বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হল। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানা গিয়েছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে খবর, গতকাল রবিবার সন্ধ্যায় ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদহ স্টেশনে আসার কথা ছিল। তাঁর আগে রেল পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, ওই ট্রেনে করে মাদক পাচার হচ্ছে। তারপরেই নড়েচড়ে বসেন মালদহ রেল পুলিশ আধিকারিকরা। ওই ট্রেনটি শনিবার সন্ধ্যা ৬টা ১০মিনিট নাগাদ মালদহ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। দ্রুত ওই ট্রেনের বিভিন্ন কামরায় শুরু হয় তল্লাশি।

তদন্তকারী দলটি ভাগ হয়ে একাধিক কামরায় তল্লাশি চালাতে থাকে। ট্রেনের পিছনের দিকের একটি জেনারেল কামরায় তল্লাশি চালানোর সময় এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। তাঁকে ধরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ আরও গাঢ় হয়। জিনিসপত্র খানাতল্লাশি করতেই বেরিয়ে পড়ে পাঁচটি প্যাকেট। সেগুলির ভিতর ব্রাউন সুগার রয়েছে, তা বুঝতে আর সমস্যা হয়নি।

বমাল ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ট্রেন থেকে তদন্তকারীরা নিয়ে যান। পাচটি প্যাকেটে মোট ২.১১৫ কেজি ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছিল। ওই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারদর ১০ কোটি টাকা বলে জানিয়েছেন তদন্তকারীরা। এ এক বড় সাফল্য বলে মনে করছে রেল পুলিশ। ধৃত ব্যক্তি কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছিল? কোথায় এই মাদক পৌঁছনোর কথা ছিল? পাচারের সঙ্গে কোন চক্র জড়িত আছে? সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।

এর আগে জানুয়ারি মাসের শুরুতে মালদহ স্টেশনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমান ব্রাউন সুগার। মালদহ স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেস থেকে প্রায় দুই কোটি টাকার ওই মাদক পাওয়া গিয়েছিল। মণিপুর থেকে ওই ব্রাউন সুগার মালদহের কালিয়াচকে নিয়ে আসা হচ্ছিল বলে জানা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদক পাচার হওয়ায় কথা আগেভাগেই এসেছিল রেল পুলিশের কাছে।
  • সেই মতো আঁটঘাট বেঁধে মালদহ স্টেশনে চলে অভিযান।
  • বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হল।
Advertisement