অর্ণব দাস, বারাকপুর: হিন্দুদের বাঁচাতে কাছে অস্ত্র রাখার নিদান। এসআইআর আবহে বিতর্কিত মন্তব্য বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। আর তা নিয়ে নানামহলে উঠেছে সমালোচনার ঝড়। উসকানিমূলক মন্তব্যের জেরে অবিলম্বে তাঁকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
রবিবার ইছাপুর বাদামতলায় বিজেপির বঙ্গীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। বক্তব্য রাখার সময় অর্জুন বলেন, "বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ, সমাজকে রক্ষা করার জন্য। নিজেদের ছবি তোলার জন্য নয়। ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন? মানসিক উৎসাহ দিতে আমরা বঙ্গীয় সেনার তিনজনকে অস্ত্র তুলে দিচ্ছি। কেন আপনাকে অস্ত্র দিতে হবে! আপনি জামা প্যান্ট কিনছেন না! পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না! কাছে অস্ত্র রাখবেন না! আপনাকে বাঁচাতে মোদিজি, অমিত শাহ আসবে? আগে নিজেকে বাঁচতে হবে, তখন দেখবেন পাশে অনেকে দাঁড়িয়ে গিয়েছে।"
উল্লেখ্য, এদিন বারাকপুর সাংগঠনিক জেলা বঙ্গীয় সেনার কর্মসূচিতে তিনজন সংঠনের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হয়। কেন তাদের অস্ত্র দিতে হবে, নিজেরা কেন কিনবে না, এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুনের বক্তব্যে জোর বিতর্ক শুরু হয়েছে। যদিও নিজের বক্তব্যে অনড় অর্জুন সিং। তিনি জানিয়েছেন, "আমি কাউকে মারতে বলছি না। কিন্তু কেউ মারতে এলে তৈরি থাকার জন্য বলেছি। তাই একশো শতাংশ অস্ত্র রাখতে হবে।" জবাবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, "উনি মানসিকভাবে বিধ্বস্ত। অনেকদিন ধরেই ভুলভাল বলছে। এদিনের মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনকে বলবো, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা দরকার।" বলে রাখা ভালো, এর আগে বাংলার নির্বাচনগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই গেরুয়া শিবিরের কাছে যেন ডু অর ডাই ম্যাচের মতো। রাজনৈতিক মহলের মতে, একে তো দক্ষ সংগঠকের অভাব। আবার তার উপর বাংলার এসআইআর। তার ফলে যেন আরও 'ক্ষতবিক্ষত' বাংলার পদ্মশিবির। আত্মবিশ্লেষণে তা বঙ্গ বিজেপি শিবিরের কাছে কিছুটা হলেও স্পষ্ট। তাই নেতাদের দিশাহারা পরিস্থিতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
