shono
Advertisement
Royal Bengal Tiger

গৃহস্থের দুয়ারে রয়্যাল বেঙ্গল! দরজার বাইরে দক্ষিণরায়ের গর্জন, উঠোনে আঁচড়, ফের আতঙ্ক মৈপীঠে

গর্জনে বারবার কেঁপে ওঠে গিরি পরিবার-সহ গ্রামের বাসিন্দারা।
Published By: Paramita PaulPosted: 12:27 PM Jan 19, 2025Updated: 12:27 PM Jan 19, 2025

দেবব্রত মণ্ডল, কুলতলি: দুয়ারে রয়্যাল বেঙ্গল টাইগার! ফের বাঘ আতঙ্কে কাঁপছে কুলতলির মৈপীঠের গুড়গুড়িয়া গ্রাম। শনিবার রাতে গৃহস্থের বাড়ির উঠোনে হাজির হয় দক্ষিণরায়। রীতিমতো গর্জন করতে থাকে সে। পরে অবশ্য নিজেই ফিরে যায়। রবিবার সকালে উঠোনে পায়ের ছাপ ও নখের আঁচড় দেখে আতঙ্কে কাঁটা স্থানীয়রা।

Advertisement

কুলতলির মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মধ্য গুড়গুড়িয়ায় জন্মেজয় গিরির পরিবারের বাস। গতকাল রাতে তাঁর বা়ড়িতেই হানা দেয় দক্ষিণরায়। রাত আটটা কুড়ি মিনিট নাগাদ জন্মেজয়ের ছেলের বউ দেবীকা গিরি বাড়ির মধ্যে শুয়ে ছিলেন। তখনই বাড়ির উঠোনে আগমন হন বাঘটির। তার গর্জনে বারবার কেঁপে ওঠে গিরি পরিবার-সহ গ্রামের বাসিন্দারা। ঘরের অন্দরে বসে আতঙ্কে কাঁপছিলেন তাঁরা। অবশেষে ফিরে যায় বাঘটি। তারপরেও আতঙ্ক কাটছে না মধ্য গুড়গুড়িয়ার গিরি পরিবারে সদস্যদের। উল্লেখ্য, সম্প্রতি মৈপীঠ চত্বরে একের পর এক বাঘের আগমন ঘটছে। গত রবিবারও একটি বাঘকে খাঁচাবন্দি করা হয়েছিল। তারপরেও আতঙ্ক কাটেনি।

বাঘের পায়ের ছাপ। নিজস্ব চিত্র

 

স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান ওরফে বাবলু জানান, রাতে বনদপ্তর ও কুইক রেসপন্স টিমের সদস্যরা এলাকায় এসে ঘোরাফেরা করেছে। কিন্তু এই নিয়ে কুলতলির একাধিক এলাকায় ১৭ বার বাঘের দেখা মিলেছে। এই প্রথম কুলতলিতে এতবার বাঘের দেখা মিলল। এলাকার মানুষজন আতঙ্কিত। তবে তাঁর অভিযোগ, সুন্দরবনের দিকে ৪৭ কিলোমিটার ফেন্সিং নেট থাকলেও এই মুহূর্তে তা অকেজো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুয়ারে রয়্যাল বেঙ্গল টাইগার!
  • ফের বাঘ আতঙ্কে কাঁপছে কুলতলির মৈপীঠের গুড়গুড়িয়া গ্রাম।
  • রবিবার সকালে উঠোনে পায়ের ছাপ ও নখের আঁচড় দেখে আতঙ্কে কাঁটা স্থানীয়রা।
Advertisement