shono
Advertisement
Hooghly Bridge

মেরামতির জন্য ফের রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে গাড়ি চলাচল?

হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে।
Published By: Suhrid DasPosted: 08:30 PM Nov 07, 2025Updated: 08:30 PM Nov 07, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে খবর। আজ, শুক্রবার হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল।

Advertisement

শুক্রবার এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, ‘‘সেতুতে কাজ শুরু হবে ভোর সাড়ে ৪টে-৫টা থেকে। কিন্তু কাজের জন্য একটু আগে থেকেই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হচ্ছে। আবার কাজ শেষ হওয়ার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় নেওয়া হবে। তাই অতিরিক্ত সময় নিয়েই ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

হাওড়া সিটি পুলিশের তরফে বিকল্প পথের কথাও জানিয়ে দিয়েছে। ওই দিন দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। যাঁরা ডানকুনি বা কোলাঘাট থেকে হাওড়া বা কলকাতার দিকে যাবেন, তাঁরা নিবেদিতা সেতু ব্যবহার করবেন। অপরদিকে হাওড়ায় যেতে হলে কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতুর বদলে সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড দিয়ে প্রবেশ করতে হবে। উল্টোদিকে যাঁরা জাতীয় সড়ক বা পূর্ব মেদিনীপুরের দিকে যেতে চাইবেন তাঁদেরকেও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে সলপ, হাওড়া-আমতা রোড, আন্দুল রোড, আলমপুর রোড দিয়ে একই ভাবে যেতে হবে। কোলাঘাট, খড়গপুরের দিকে যেতে গেলেও হাওড়া-আমতা রোড দিয়ে যেতে হবে। এছাড়াও দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে ব্যবহার করা যাবে জি টি রোড। প্রসঙ্গত, দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতের কাজের জন্য এর আগে বেশ কয়েকটি রবিবার একই ভাবে সেতু বন্ধ রাখা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
  • আগামী রবিবার সকাল থেকে গাড়ি চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে বলে খবর।
Advertisement