shono
Advertisement
Sikkim

নাথু লা-গামী গাড়িতে কড়াকড়ি! মানতে হবে সময়, রাখতে হবে বেলচা-শিকল

সমস্ত গাড়ি প্রতিটি নিয়ম যথাযথ মানছে কি না, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
Published By: Paramita PaulPosted: 08:34 PM Dec 28, 2024Updated: 09:30 PM Dec 28, 2024

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সামনেই তুষারপাতের মরশুম! আবার পর্যটনেরও মরশুমও বটে। বরফের মাঝেই নাথু লা-মুখী হবেন পর্যটকেরা। এমন পরিস্থিতিতে বিপদ এড়াতে কড়া সিকিম প্রশাসন। নাথু লা-গামী গাড়িগুলির জন্য জারি হল নয়া নির্দেশিকা।

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, নাথু লা যাওয়ার জন্য আগেভাগে অনুমতি নিতে হবে প্রত্যেক গাড়িচালককে। সকাল ১০টার মধ্যে সব গাড়িকে তিন মাইল চেকপোস্ট পার করতে হবে। আবার বিকেল পাঁচটার মধ্যে ফিরেও আসতে হবে তাদের। নয়া নির্দেশিকায়, গাড়িতে শিকল ও বেলচা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে রাস্তায় বরফ পরলেও তা বেলচা দিয়ে সরিয়ে যাওয়া-আসার পথ তৈরি করা যায়। বরফে পিছিল হয় রাস্তা। তাই গাড়ি দাঁড় করিয়ে রাখলেও পিছলে যাওয়ার সমস্যা তৈরি হয়। তাই গাড়িতে একজোড়া শিকল বহন করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

পর্যটনের মরশুমে বেড়াতে গিয়ে বহু পর্যটক এলাকা নোংরা করেন। বরফের উপর আবর্জনার স্তূপ তৈরি হয়। যা পরিবেশের ব্যাপক ক্ষতি করে। এবার সেই পরিস্থিতির মোকবিলা করতে প্রতি গাড়িতে আবর্জনা ফেলার ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। যাতে পর্যটকদের ব্যবহৃত সামগ্রী গাড়িতেই ফেলা হয়। সমস্ত গাড়ি প্রতিটি নিয়ম যথাযথ মানছে কি না, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাথু লা যাওয়ার জন্য আগেভাগে অনুমতি নিতে হবে প্রত্যেক গাড়িচালককে।
  • সকাল ১০টার মধ্যে সব গাড়িকে তিন মাইল চেকপোস্ট পার করতে হবে।
  • বিকেল পাঁচটার মধ্যে ফিরেও আসতে হবে তাদের।
Advertisement